নিজস্ব সংবাদদাতা, আরামবাগঃপুকুরের জলে ভাসমান অপরিণত শিশুর ভ্রুণ কে ঘিরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য, আরামবাগ থানার তিরোল অঞ্চলে দাসপাড়ায় বুধবার সকালে একটি পুকুরে বালতির মধ্যে থাকা সদ্যোজাত শিশুর ভ্রুণ দেখতে পাই কয়েকজন স্থানীয় মানুষ, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় জড়ো হয় প্রচুর মানুষ জন, খবর যায় আরামবাগ থানাতেও, আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে এসে সদ্যোজাত কে উদ্ধার করে, পুলিশ সূত্রে জানা গেছে এটি একটি চার মাস বয়সের ভ্রুণ, তবে কিভাবে তা পুকুরে এল তদন্ত শুরু করেছে তারা।
অপর একঘটনায়আরামবাগের নৈসরাই এক মিল মালিকের গোডাউন থেকে দুটি গোখরো সাপ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন মিলমালিক অনুপ রেজারার একটি গোডাউন পরিষ্কার করছিলেন কয়েকজন কর্মী। হঠাৎ দুটি সাপ দেখতে পাওয়া গেলে কর্মীরা সাপ দুটিকে একটা ড্রামের ভিতর ভরে।এরইমধ্যে রটে যায় সব কটি মা মনসার, পরক্ষণেই শব্দটিকে নিয়ে পুজো পাটের তোড়জোড় শুরু হয়, রীতিমত শুরু হয়ে যায় পুজো, সিঁদুর মিষ্টি ফুল দুধ প্রভৃতি দিয়ে চলে পুজো।কাতারে কাতারে মানুষজন ভিড় জমান এলাকায়।পরে স্থানীয় কয়েকজন মানুষের উদ্যোগে সাপ দুটিকে ছেড়ে দেয়া হয় জঙ্গলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584