‘ক্যানভাস’ ব্যান্ডের লকডাউন নিবেদন ‘সুস্থ থেকো’

0
90

নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ

সময়টা বেশ ভয়ের। সময়টা বেশ কঠিন। সময়টা বেশ ভাবাচ্ছে। পৃথিবীর বুকে আজ মৃত্যুর হাহাকার। এক মারণ ভাইরাসের তাণ্ডবে ত্রস্ত গোটা দুনিয়া। তবে কি পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে শিশুর হাসি? মানুষের কলরব? মৃত্যুর কাছে পরাজিত হবে জীবন? সভ্যতার ইতিহাসে আমরাই তো ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছি, আর কি গাইব না? কথা বলার কেউ নেই।

Sustho Theko | newsfront.co

গড়িয়াহাট একা একা বসে আছে গালে হাত দিয়ে, কলেজ স্ট্রিট, কফি হাউসের আড্ডা ভ্যানিশ। হাতিবাগানের হৈচৈ একদম ঠাণ্ডা। কেমন গুম মেরে বসে আছে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট। এসব কি কেউ ভেবেছিল? কে জানত এমন এক তৃতীয় বিশ্বযুদ্ধ এগিয়ে আসছে চুপিচুপি হামাগুড়ি দিয়ে? এক সময়ের আশঙ্কাটাই সত্যি হল। দেশের বুকে আছড়ে পড়ল করোনার তাণ্ডব। লকডাউনে চলে গেল গোটা দেশ। এক নিমেষে সব শান্ত, স্তব্ধ। এর মধ্যেই চলছে বাঁচার লড়াই।

আরও পড়ুনঃ বাদুড় সেজে বর্তমান পরিস্থিতির নাটকীয় উপস্থাপনা অপরাজিতা আঢ্যর

এই অস্থির, উদভ্রান্ত সময়ে দাঁড়িয়ে গান বেঁধে আশার কথা শোনাল বাংলা ব্যান্ড ‘ক্যানভাস’। গানের কথা ও সুর সুদীপ্ত ব্যানার্জি। কি বোর্ডে অভিনন্দন ব্যানার্জি। প্রোগ্রামিং অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট, দীপ্তায়ন মজুমদার, বাস গিটার অ্যান্ড সাপোর্টিং গিটারে সৃজন মুখার্জি। ড্রামস-এ শুভম ঘোষ। বাংলা ব্যান্ডের দুনিয়ায় ‘ক্যানভাস’ অতি পরিচিত এক নাম। সময়ের কথাই বারবার উঠে এসেছে এই ব্যান্ডের গানে। লক ডাউনের এই ঘরবন্দি সময়েও গানের কথায় ছবি আঁকছে ‘ক্যানভাস’। জীবনের ছবি, বেঁচে থাকার ছবি, জোট বাঁধার ছবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here