মোহনা বিশ্বাস হুগলিঃ
করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্বের টালমাটাল অবস্থা। ভারতেও থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। এমনকি করোনার ছোবলে প্রায় স্তব্ধ হয়ছে পশ্চিমবঙ্গও। ভারতে ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। ঘরবন্দি প্রায় প্রত্যেকটি মানুষ।
এহেন পরিস্থিতিতে হোম কোয়ারান্টাইনে থেকে করোনা বধের ছবি এঁকে টিকটক করলেন এক রাজ্যবাসী। নাম সুতপা মজুমদার। ডাক নাম রিয়া। হুগলী জেলার চুঁচুড়ার বাসিন্দা। পেশায় একজন বেসরকারি চাকুরিজীবী। ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসেন সুতপা। আঁকায় তার হাতও বেশ ভালো।
করোনা ভাইরাসের মোকাবিলায় আজ পাঁচদিন হল ঘরবন্দি হয়েছেন তিনি। আর এই অবসর সময়েই রাজ্যবাসীর মন থেকে করোনার আতঙ্ক কাটাতে একটি ছবি আঁকলেন সুতপা। সেই ছবিতেই ফুটে উঠল এক অদ্ভূত চিত্র। ছবিতে তিনি এঁকেছেন মা দুর্গা ত্রিশূল হাতে করোনা ভাইরাসকে বধ করছেন।
আরও পড়ুনঃ বাজারের ভীড় নিয়ন্ত্রণে এবার খোদ মহকুমাশাসক
রাজ্যের এই কঠিন পরিস্থিতিতে এইরকম একটি অভিনব ভাবনা সত্যিই প্রশংসনীয়। সুতপা(রিয়া)র কথায় নিজেরা একটু সাবধানতা অবলম্বন করলে রাজ্য এবং দেশ থেকে করোনা বিদায় নিতে বাধ্য। এই দেশ আমাদের ‘মা’। এই ‘মা’ দুর্গারূপে করোনা ভাইরাসকে বধ করবে।
দেশবাসীর ওপর ভরসা আছে তার। সরকারি নির্দেশাবলী মেনে নিজেরা একটু সতর্ক থাকলেই এই যুদ্ধে করোনাকে হারানো সম্ভব বলে মনে করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয় সুতপার এই অভিনব টিকটক ভিডিও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584