সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ উদযাপন সাহিত্য অঙ্গন পত্রিকার

0
241

নিজস্ব প্রতিবেদন,কলকাতাঃ

কলকাতা মঞ্চে মেদিনীপুরের বাজিমাত।আবারও কলকাতার মন জয় করলেন মেদিনীপুরের খুদে বাচিক শিল্পী অনুভব পাল।কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ উদযাপন হলো কলকাতার সাহিত্য অঙ্গন পত্রিকার উদ্যোগে।এই উপলক্ষ্যে পত্রিকার উদ্যোগে প্রকাশিত হলো সুভাষ মুখোপাধ্যায়ের স্মরণে বিশেষ সংখ্যা “অনুভবে ও অনুধ‍্যানে”।

নিজস্ব চিত্র

সম্প্রতি কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট সভাঘরে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ‍্যাপক পিনাকেশ সরকার।উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অপর্ণা দাস।স্বাগত ভাষণ দেন জয়গোপাল মন্ডল।সভায় সভাপতিত্ব করেন কল‍্যানী ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ‍্যাপক তাপস বসু। এই মহতী নক্ষত্র খচিত অনুষ্ঠানে আবৃত্তি করে সবার মন জয় করলেন মেদিনীপুরের খুদে আবৃত্তি শিল্পী অনুভব পাল।এদিন অনুভব ৫ টি কবিতা আবৃত্তি করেন। ৫ টি কবিতা হলো কবি সুভাষ মুখোপাধ্যায়ের ” এক যে ছিল এই ভাই,” কেন এল না ” ও কবি শ্রীজয় গোপাল মন্ডলের ” স্বপ্নে কবি সুভাষ “,” লাল টুকটুকে আকাশে বিহঙ্গ একা “।এই কবিতা গুলি আবৃত্তি করে উপস্থিত সকলের মন জয় করেন অনুভব।এদিন উদ‍্যোক্তাদের তরফে অনুভব পালকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

নিজস্ব চিত্র

এদিনের অনুষ্ঠানে কবিতা , সঙ্গীত, আলোচনা,বাঁশী সঙ্গীতে অংশ নেন পবিত্র মূখোপাধ‍্যায়, দিলীপ চক্রবর্তী, শ্রাবণী পাল, তাপস রায়, আনসারুল হক,অজয়কৃষ্ণ ব্রহ্মচারী, নিভা নন্দী, রজনী বারিক,আলোক দাশগুপ্ত, মৌসুমী সাহা,মহঃ কুতুবুদ্দিন মোল্লা,সুস্মেলী দত্ত,সৌমিত বসু, কালিদাস ভদ্র,মধুশ্রী সেন সন‍্যাল, সুশীল মন্ডল, রবীন বসু,ইভা চক্রবর্তী,রমেশ পালিত,সৌম‍্যদীপ্ত বোস প্রমুখ বিশিষ্ট জনেরা। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাপস চৌধুরী এবং সবাইকে ধন্যবাদজ্ঞাপন করেন সমরেশ ভৌমিক।

আরও পড়ুনঃ জঙ্গলমহলের শিল্প উদ্যোগীদের সম্মেলন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here