শুভেন্দু সৌগত আসছেন বিজেপিতে দাবি অর্জুনের, দিবাস্বপ্ন পাল্টা জানালেন তৃণমূল সাংসদ

0
153

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী সহ আরো পাঁচ তৃণমূল সাংসদ যোগ দিতে চলেছেন বিজেপিতে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির শাসক তৃণমূলের সবচেয়ে চর্চিত মুখ পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি গত বৃহস্পতিবার রামনগরের সভায় “মুখ্যমন্ত্রী তাড়াননি, আমিও এখনও ছাড়িনি” বলে নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে চর্চা জিইয়ে রাখলেন।

mp's | newsfront.co
গ্রাফিক্স চিত্র

অন্যদিকে বিস্ফোরক দাবি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর। শনিবার বিজেপি সাংসদ জানান বিজেপিতেই আসছেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু শুভেন্দুই নয়, সৌগত রায়-সহ পাঁচ তৃণমূল সাংসদও দল ছাড়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন বলে দাবি অর্জুনের। শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সৈনিক বলেই পরিচিত, স্বাভাবিকভাবেই ভোটের আগে তাঁকে দলে নিতে উদগ্রীব গেরুয়া শিবির।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজেও একাধিকবার আগ্রহ প্রকাশ করেছেন এব্যাপারে। এদিন ভাটপাড়ায় গঙ্গার ঘাটে নন্দীগ্রামের তৃণমূল বিধায়ককে ‘জননেতা’ বলে সম্বোধন করে জল্পনা আরও উস্কে দিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং বললেন, “শুভেন্দু অধিকারীকে বিজেপিতে স্বাগত। উনি যেদিন বিজেপিতে যোগ দেবেন সেদিনই সরকার ভেঙে যাবে।“

আরও পড়ুনঃ হুগলির মাটিতে দাঁড়িয়ে নাম না করে কল্যাণকে তোপ শুভেন্দুর

শাসক দলের সঙ্গে শুভেন্দুর দূরত্ব সম্পর্কে বলতে গিয়ে অর্জুন সিং দুঃখের সুরে বলেন, শুভেন্দু একজন জননেতা সর্বোপরি সচেতন রাজনৈতিক ব্যক্তিত্ব। তৃণমূলে যেভাবে ওনাকে ক্রমাগত অপমান করা হচ্ছে তাতে ওনার তৃণমূল ছাড়াই উচিত। বিজেপি শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে সবসময় প্রস্তুত।একথাও ঠিক যে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলে গেরুয়া বাহিনীর শক্তি নিঃসন্দেহে অনেকটাই বাড়বে।

অর্জুন সিং-এর কথায়, আরও পাঁচ জন সাংসদ যেকোনও মুহূর্তে তৃণমূল ছাড়বেন, সেই তালিকায় নাম রয়েছে সৌগত রায়ের-ও। তিনি আরও বলেন যে, সৌগত রায় শুভেন্দুর সঙ্গে আলোচনা চালাচ্ছেন ,মমতা ব্যানার্জীর বার্তা বাহকের কাজ করছেন ঠিকই, কিন্তু যে কোনো সময় দলবদলের প্রস্তুতি নিয়েই রেখেছেন।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি শাসনের হুমকি বাবুলের, করে দেখাক-পাল্টা কল্যাণের

শুভেন্দু অধিকারীকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরেই অনেক টানাপোড়েন চলছে সেকথা অনস্বীকার্য। দলের তরফে প্রশান্ত কিশোরকে তাঁর সঙ্গে কথা বলতে পাঠানো হলেও শুভেন্দু তা এড়িয়ে গিয়েছেন। এ বিষয়ে একাধিকবার দলীয় নেতৃত্বকে নাম না করে নিশানা করেছেন পরিবহণমন্ত্রী। অন্যদিকে, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পূর্ণেন্দু বসুরাও পাল্টা আক্রামণ করতে ছাড়েননি নন্দীগ্রামের তৃণমূল বিধায়ককে।

এই পরিস্থিতিতে বিতর্ক প্রশমণে তৃণমূল নেতৃত্ব বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার দায়িত্ব দেন। তাঁদের মধ্যে এ নিয়ে আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন দমদমের সাংসদ। তার মাঝে অর্জুন সিং-এর দাবি , সৌগত রায় সহ আরও চার তৃণমূল সাংসদের বিজেপিতে যোগদানের প্রস্তুতি নিয়ে রেখেছেন। রাজ্য রাজনীতিতে বিষয়টি এই মুহূর্তে যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

আরও পড়ুনঃ সচল রেল, আত্মহত্যা থেকে ভিক্ষাবৃত্তির পথে হকাররা

যদিও ভাটপাড়ার সাংসদের দাবি উড়িয়ে দিয়েছেন সৌগত রায়। তিনি বলেন, অর্জুন যা কিছু বলছেন তা ওঁর দিবাস্বপ্ন বলেই মনে হয়। উনি যা বলছেন, তা বিজেপির মিথ্যা প্রচার, গুজব উস্কে দেওয়ার নীতি। কোনো অবস্থাতেই তিনি বিজেপিতে যোগ দেবেন না। তিনি মনে করেন বিজেপি একটি আদ্যন্ত সাম্প্রদায়িক দল। এবং সর্বোপরি অর্জুনের মতো তিনি পণ্য করে ফেলেননি নিজেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here