হরিহরপাড়া সভায় অধীরকে কটাক্ষ শুভেন্দুর

0
93

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

সারা ভারত জুড়ে এনআরসি, সিসিএ, এনপিআর-কে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল। আজ হরিহারপাড়া ময়দানে জনসভা করলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে তিনি বলেন জেলায় কংগ্রেস বলে কিছু নেই। মানুষ সবাই তৃণমূল হয়ে গেছে। কারণ আপনারা জানেন দুটো সাংসদ এবং বিধায়ক এখন আমাদের সঙ্গে আছে। ফলে পঞ্চায়েত ও লোকসভা ভোটের ফলাফল দেখে কংগ্রেসের মাথা ঠিক নেই। জেলাতে কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে কারণ মাফুজা খাতুন ও হুমায়ুন কবীরকে জেলাতে কারা সাহায্য করেছিল দাঁড়াতে।

জনসমাবেশ। নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র রাস্তায় নেমেছেন এবং তিনি বলেন এনআরসি করতে গেলে আমার ওপর দিয়ে যেতে হবে। কংগ্রেসের পাঁচটা মুখ্যমন্ত্রী আছে তারা কিন্তু এনআরসির বিরোধিতা করে রাস্তায় নামেনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিম বাংলার মানুষের পাশে আছে কংগ্রেসের কোন নেতা সেইভাবে পাশে থাকছে না। কংগ্রেস ভয় পেয়ে গেছে আগামী দিনে জেলাতে কংগ্রেসের কোন অস্তিত্ব থাকবে না বলে জানালেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

মঞ্চে শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

মঞ্চে উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন ও আরো জেলা নেতৃত্ববর্গ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here