কুড়মি ভোটের দিকে নজর রেখে ঝাড়গ্রামের জনসভায় লড়াইয়ের ডাক শুভেন্দু’র

0
72

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রামের জনসভায় কুড়মি ভোটের দিকে নজর দিলেন নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে বললেন, কুড়মি সমাজকে পিছিয়ে দেওয়া হয়েছে, তাদের বঞ্চিত করে রাখা হয়েছে। এর পাশাপাশি জনসাধারণ কমিটির অত্যাচারের কথাও এদিন সকলকে মনে করালেন বিজেপি নেতা। এদিন শুভেন্দু বলেন, কুড়মি সমাজকে কাজের দিক থেকে, সংরক্ষণের দিক থেকে পিছিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার।

subhendu adhikari | newsfront.co
শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

তাই আসন্ন বিধানসভা নির্বাচনে সকলে যেন ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দেন, যাতে কাউকে আর বঞ্চিত হয়ে থাকতে না হয়। এদিন জনসভায় দাঁড়িয়ে এই আর্জি জানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি জনসাধারণ কমিটির অত্যাচারের কথা স্মরণ করালেন সবাইকে। মন্তব্য করলেন,”এখানে সকলের মনে থাকবে যে সবাইকে জোর করে মিছিলে হাঁটানো হত। এখানে তৃণমূল কংগ্রেসের মুখ এমন একজন যে দশ বছর জেল খেটেছে।” শুভেন্দুর স্পষ্ট বক্তব্য, জনসাধারণ কমিটি জেলায় ব্যাপক অত্যাচার করেছে, ৩৭ দিন বন্ধ করে রাখা হয়েছিল এই জেলা। একই সঙ্গে নাম না করে ছত্রধর মাহাতোর বিরুদ্ধে সুবিধা নেওয়ার অভিযোগও তুললেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ জঙ্গলমহল আগেই জানিয়ে দিয়েছে তারা বিজেপির সঙ্গে আছেঃ দিলীপ ঘোষ

শুভেন্দু অধিকারী বলেন, বিচ্ছিন্নতাবাদী লোকগুলো যাতে একদম সুযোগ না নিতে পারে সেই দিকে নজর রাখতে হবে। তাঁর কথায়, আদিবাসীদের স্বার্থ একমাত্র ভারতীয় জনতা পার্টি রক্ষা করতে পারে আর কেউ নয়। এই প্রেক্ষিতে তিনি সকলকে আশ্বাস দিয়ে বলেন, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তিনি যে পরিশ্রম করেছেন, আজ ভারতীয় জনতা পার্টির শিবিরে যোগ দেওয়ার পর তার দশগুণ বেশি পরিশ্রম করবেন। শুধু সকলে যেন তৃণমূল কংগ্রেসের অত্যাচার ভুলতে ভারতীয় জনতা পার্টি শিবিরের পদ্মফুল চিহ্নে ভোট দেন, এই আর্জি এ দিন জানান নব্য বিজেপি নেতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here