নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী, অভিযোগের তির তৃণমূলের দিকে। দলীয় কর্মসূচীতে তমলুকে যাওয়ার সময় রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল, স্লোগান দেওয়া হয় ‘গদ্দার হঠাও’। খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় তমলুক পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় তমলুক-মেছেদা রাজ্য সড়কে শুভেন্দুর গাড়ি আটকে লাউড স্পিকারে ‘গদ্দার হঠাও’ স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মী সমর্থকরা। অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ত রাজ্য সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী ও অবরোধ মুক্ত হয় শুভেন্দুর গাড়ি।
আরও পড়ুনঃ ব্যারাকপুরে বিধায়ক রাজ চক্রবর্তীর বৈঠকে হামলা, আহত ৬ তৃণমূল কর্মী
এরপর রাত ১০ টা নাগাদ শুভেন্দু অধিকারী ফেরার সময় একই ভাবে বাধা দেওয়া হয় তাঁকে। ফের পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বারে বারে এমন ঘটনা ঘটায় বিজেপির দাবি, তৃণমূলের গুণ্ডাদের নিয়ন্ত্রণ করতে পারেনা পুলিশ। রাজ্যে গনতন্ত্র বলে কিছু নেই, প্রতিক্রিয়া গেরুয়া শিবিরের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584