নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরের কাঁথির কেনেল পাড়ে ১৯৮২ সালে স্থাপিত “সাগর সঙ্গম গোষ্ঠী”র পরিচালনায়, শ্রী শ্রী গঙ্গা মায়ের মেলা ও উৎসবের শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার।
এদিন এই মেলার উদ্বোধন করেন বিজেপির রাজ্য নেতা তথা রাজনৈতিক চর্চার কর্ণধার শুভেন্দু অধিকারী। শুভেন্দু বাবু এই অনুষ্ঠানে আসাতে আবেগে ফেটে পড়েন ক্লাবের সদস্য সহ স্থানীয় বিজেপি সমর্থিত অনুগামীরা। ধ্বনিত হয় জয় শ্রীরাম।
ফুলের স্তবক দিয়ে শুভেন্দু বাবু কে বরণ করা হয়, ক্লাবের সদস্য মন্ডলীর পক্ষ থেকে। পুজো মণ্ডপের ফিতে কেটে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ জিততে যজ্ঞ অনুব্রতর
উপস্থিত ছিলেন- শুভেন্দু ঘনিষ্ঠ ধীরেন পাত্র, ক্লাবের সম্পাদক সত্যরঞ্জন দাস, ক্লাবের সদস্য সুধির কামিলা, সীমন্ত বর্মন সহ অন্যান্য কর্মকর্তারা। এই দিন এই উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমি সাধারণ মানুষের সাথে আগেও ছিলাম এখনও রয়েছি এবং আগামী দিনেও থাকব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584