ফের নন্দীগ্রামে শুভেন্দু! শ্যামা মায়ের পুজো উদ্বোধন পরিবহণ মন্ত্রীর

0
99

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

লক্ষ্য স্থির রেখে একের পর এক কর্মসূচিতে বেরিয়ে পড়ছেন পূর্ব মেদিনীপুরের দামাল রাজনৈতিক নেতা তথা পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

suvendu adhkari on stage | newsfront.co
বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

বিজয়া সম্মিলনী অনুষ্ঠান থেকে শুরু করে নন্দীগ্রাম শহীদ দিবস এবং শুক্রবার ফের শ্যামা পুজাের উদ্বোধনে শুভেন্দু অধিকারী লাগাতার কর্মসূচি পালন করে চলেছেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

এই দিন নন্দীগ্রামে প্রদীপ প্রজ্জ্বলিত করে শ্যামা মায়ের মূর্তি উন্মোচন করেন নন্দীগ্রামের বিধায়ক তথা পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার কালীপুজাে, সে উপলক্ষ্যে তিনি নন্দীগ্রামের একটি ক্লাবের পুজাের শুভারম্ভ ঘটান।

stage  newsfront.co
মঞ্চে শুভেন্দু। নিজস্ব চিত্র

তবে অন্যদিকে আচমকাই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রশান্ত কিশোরের দল শুভেন্দু বাবুর বাড়ি পৌঁছে যান। তারা শুভেন্দুর বাবা তৃণমূলের শীর্ষ নেতা, সাংসদ শিশির অধিকারীর সাথে দেখা করেন, তবে সেই সময় বাড়িতে ছিলেন না শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ বিহার বিজয়ের পর কোচবিহার সফরে এসে জন জোয়ারে ভাসলেন দিলীপ ঘোষ

যা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। অন্যদিকে দীপাবলীর মরশুমে শুভেন্দুবাবু নন্দীগ্রামে পুজাে মণ্ডপ সহ মূর্তি উন্মোচন করেন।এইদিন বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রামের ইতিহাস তুলে ধরেন তিনি।

পাশাপাশি একাধিক বক্তব্যের মাঝে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আর নিজের নিয়ে কিছু বলতে চাই না, নিজে যাকে বড় বলে,বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয়।” যা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here