নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে ৩৬ তম কে.টি.পি.পি মেলা ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করলেন পরিবহন, জলসম্পদ উন্নয়ন ও সেচ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। এদিন আনুষ্ঠানিকভাবে মহাধুমধামের সহিত এই মেলা উদ্বোধন হয়।
এদিন মেলা উদ্বোধনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন এই মেলায় হচ্ছে একমাত্র সকল সম্প্রদায়ের মানুষের সাথে মিলনক্ষেত্র, যেখানে সকল সম্প্রদায়ের মানুষ নিজের দুঃখ-কষ্ট ভুলে মেলার আনন্দে মেতে থাকে।
তিনি আরো বলেন মেলা খেলা নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসেছেন, ইতিমধ্যে রাজ্য সরকারের হস্তক্ষেপে বিভিন্ন মেলা কমিটিগুলোকে আর্থিক অনুদানের মধ্য দিয়ে সহযোগিতা করে থাকেন, যাতে রাজ্যের মানুষ দুঃখ-কষ্ট ভুলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস পায়।
এই দিন মেলা কমিটির পক্ষ থেকে একগুচ্ছ সমাজসেবামূলক কর্মসূচি করবে বলে জানা যায়। ‘জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর’ অর্থাৎ মানুষের সেবা করাই হচ্ছে মানুষের মূল ধর্ম আর এই মেলা যতদিন চলবে আমিও এই মেলা কমিটির সঙ্গে আছি এমনি অঙ্গীকার দেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই দিন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিব্যেন্দু অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584