বাম – কংগ্রেস কর্মীদের বিধানসভা নির্বাচন পর্যন্ত বিজেপি করার নির্দেশ শুভেন্দু’র

0
76

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুরে বিজেপির এক সমাবেশে বক্তব্য রাখেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য, বিজেপি রাজ্য কমিটির সদস্য তুষার মুখার্জি সহ আরও অনেকে।

suvendu adhikari | newsfront.co
আনন্দপুরে বিজেপির সমাবেশে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

ওই সভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, “বাংলা কে বাঁচাতে হবে। বিজেপির হাতে বাংলাকে তুলে দিতে হবে। যারা এখনও কংগ্রেস ও সিপিএম করছেন বিধানসভা নির্বাচন পর্যন্ত আপনাদের বিজেপি করতে হবে। বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পর রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তারপর আপনারা কংগ্রেস ও সিপিএম করবেন।” সিপিএম ভালো, বুদ্ধবাবু ভালো, তৃণমূলের মত খারাপ নয়।

bjps meeting | newsfront.co
নিজস্ব চিত্র

তাই তৃণমূলকে হারানোর জন্য তিনি কংগ্রেস ও বামেদেরকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। তিনি আরও বলেন যে, “লালমাটির দিলীপ ঘোষ আর বালু মাটির শুভেন্দু অধিকারী এক সাথে হাত মিলিয়েছে। খড়্গপুর আমি জিতিয়েছিলাম আবার সেই খড়্গপুরকে আমি হারিয়ে দেখিয়ে দেব শুভেন্দু অধিকারীর কৃতিত্ব।”
ওই সভা থেকে এদিন তার পুরোনো দলকে নিশানা করেন শুভেন্দু। একেরপর এক অভিযোগ শোনা যায় শুভেন্দুর গলায়।

আরও পড়ুনঃ ৫ই ফেব্রুয়ারি রাজ্যে আসছেন জেপি নাড্ডা

তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, যে আশা নিয়ে পরিবর্তন এনেছিলেন, তা কি পূর্ণ হয়েছে? তৃণমূলনেত্রী বলছেন, পচা জিনিস দল থেকে বেরিয়ে গেছে। পচা জিনিস বেরিয়ে গেলে পায়ে এত কাঁটা ফুটছে কেন?
তিনি এও বলেন, ‘তৃণমূল নেত্রী কথায় কথায় নন্দীগ্রাম, কেশপুরের কথা বলেন। ভোটের সময় আসেন, তারপর পগারপার। লকডাউনে তৃণমূলের কোনও সাংসদ-বিধায়ককে দেখা যায়নি।’ আমি ২১ বছর পর কেন তৃণমূল ছাড়লাম? কর্মচারী হয়ে থাকতে পারব না, সহকর্মী হয়ে থাকতে পারি। তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি।

কেশপুর থেকে ১০০ দিনের কাজের কয়েক কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেস লুট করেছে বলে এদিন সভামঞ্চ থেকে সুর তোলেন। সেই সঙ্গেই ফের তোলাবাজ ভাইপো প্রসঙ্গ উঠে আসে শুভেন্দুর বক্তব্যে। সেই সঙ্গে সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, স্বাস্থ্য সাথীর কার্ড কার্যত ভোটার কার্ডে পরিণত করেছে। কার্ড দেখালে ভোট দেওয়া যাবে এই বলেও আক্রমণ করেণ শাসক দলকে। তিনি বলেন,‘গরু চোর এনামুল,তার নাম তৃণমূল। লকডাউনে চাল চোর, আমপানে ত্রিপল চোর, এখন টিকা চোর।’

আরও পড়ুনঃ পাড়ার খ্যান্তবুড়ি সবাইকে গালাগাল দেয়, তৃণমূলের অবস্থাও তাইঃ দিলীপ ঘোষ

একই সঙ্গে তিনি দাবী করেন,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া,পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয় যুক্ত হবেন।তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন যে, “আমি যখন যে দলটা করি খুব সম্মানের সাথে করি এবং নিষ্ঠার সাথে করি তাই এখন সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেছি। মন দিয়ে রাজনীতি করছি এবং এই জঙ্গলমহল থেকে সমস্ত আসন ভারতীয় জনতা পার্টিকে উপহার দেব এটাই মোদীজি কে কথা দিয়েছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here