নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বেশ কয়েক মাস ধরে পরিবহণ মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান প্রসঙ্গ নিয়ে কার্যত উত্তাল ছিল রাজনৈতিক মহল। বহু সংবাদমাধ্যমে সেই বিষয় নিয়ে একাধিকবার জল্পনা উঠেছিল শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান প্রসঙ্গ নিয়ে! তা নিয়ে অবশ্য শুভেন্দু অধিকারীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি,কার্যত নিজের জায়গাতে অনড় ছিল পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অবশেষে এই জল্পনায় কার্যত জল ঢেলে দিল পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি তথা কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ শিশির অধিকারী। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গ কার্যত উড়িয়ে দিতে দেখা গেল শিশির অধিকারীর মুখ থেকে। এদিন তিনি স্পষ্ট ভাবে বলেন, “শুভেন্দু অধিকারী একজন দায়িত্বশীল নেতা।” অন্যদিকে বিজেপির প্রসঙ্গে তিনি বলেন “ওই রাজনৈতিক দলের বিষয়ে আমি কিছু বলতে চাই না।
আরও পড়ুনঃ কর্মীদের উপর হামলার প্রতিবাদে জেলা জুড়ে আইন অমান্য,জেল ভরো কর্মসূচি বিজেপির
কারণ আমি ওই রাজনৈতিক দলের কোন কথাই বিশ্বাস করিনা।” অর্থাৎ এক কথায় বলা যেতে পারে পরিবহণ মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান প্রসঙ্গে কার্যত জল ঢেলে দিলেন তৃণমূল জেলা সভাপতি তথা কাঁথি লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য শিশির অধিকারী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584