নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
লাদাখে চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারির। কুড়িজন বীর সেনা শহিদ হওয়ায় শোক স্তব্ধ গোটা দেশ। শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সকলেই। এবার বীর সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী।
শনিবার সন্ধ্যায় তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রয়াত বীর সৈনিকদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করলেন তিনি। করোনা ভাইরাসের হাত থেকে সুস্থ থাকতে তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে সরকারি নিয়ম মেনে দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানটি পালিত হয়। সতীশ সামন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ কালীঘাট মন্দির খুললেও গর্ভগৃহে প্রবেশ নিষেধ
এদিন মন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষনা করেন, ‘এ রাজ্যের বীরভূম ও আলিপুরদুয়ারে যে দুই সৈনিক শহিদ হয়েছেন তাদের পরিবার পিছু দশ লক্ষ করে টাকা আর্থিক সাহায্য করা হবে।’ আগে ঠিক ছিল তমলুকের রাজ ময়দানে অনুষ্ঠানটি হবে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থান পরিবর্তন করতে হয়। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু নবীন ও প্রবীণ মানুষ উপস্থিত হয়েছিলেন। কিন্তু জায়গা সংকটের কারণে প্রেক্ষাগৃহের বাহিরে দাঁড়িয়ে প্রয়াত ভারতীয় সৈনিকদের শ্রদ্ধা জানান অনেকে।
আরও পড়ুনঃ শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রায়গঞ্জে
পাশাপাশি কোলাঘাট ব্লকের বৈষ্ণবচক অঞ্চলের উদ্যোগে লাদাখ সীমান্তে নিহত শহিদদের স্মরণে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। এই সভায় উপস্থিত ছিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজকুমার কুন্ডু ও জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জি, বাসুদেব রায় সহ বিশিষ্ট সমাজকর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584