তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী

0
71

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

অবশেষে সব জল্পনার অবসান। মন্ত্রিসভার সমস্ত দায়িত্ব থেকে আগেই ইস্তফা দিয়েছিলেন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। এবার ইস্তফা দিলেন বিধায়ক পদ থেকেও। বুধবার নিজের লেটারহেডে সমস্ত নিয়ম মেনে তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন স্পিকারের কাছে।

Suvendu Adhikari | newsfront.co
ফাইল চিত্র

প্রসঙ্গত গত মাস খানেক ধরেই দলের সঙ্গে ধাপে ধাপে দূরত্ব বাড়িয়েছেন পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম এর বিধায়ক শুভেন্দু অধিকারী। একসময় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রাম্পকার্ড থাকলেও বিধানসভা ভোটের জন্য দলের দায়িত্ব পুনর্বণ্টন করতে গিয়ে ক্ষমতা খর্ব করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জেরেই ধীরে ধীরে মানসিক দূরত্ব বাড়তে থাকে শুভেন্দু এবং তৃণমূলের।

আরও পড়ুনঃ  জোয়ার–ভাটার তুলনা দিয়ে, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

সরাসরি নিজের মুখে বিজেপির সঙ্গে যোগসূত্র স্বীকার না করলেও বিজেপি নেতারা দাবি করেছেন আগামী ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছেন বিজেপিতে। এদিন বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরে তৃণমূলের তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে গেল। আগামী শনিবার সত্যি সত্যি শুভেন্দু আনুষ্ঠানিকভাবে দল ছাড়েন কি না, সেটাই দেখার অপেক্ষায় এখন রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here