উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাব খড়দহের জনসভায় এসে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ শুভেন্দুর নাম না করে রবিবার ডায়মন্ড হারবারে সভা থেকে অভিষেক বলেছিলেন, নিজের ঘরেই তো তৃণমূল, পদ্ম ফোটাতে পারেননি, বাংলায় কী করে পদ্ম ফোটাবেন।
আজ ডায়মন্ডহারবারের সভার সেই কটাক্ষের জবাব দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। খড়দহে সভা থেকে জবাবে শুভেন্দু বলেন, “সবে তো শুরু, আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে, তোমার বাড়িতে ঢুকেও পদ্ম ফোটাব৷” শুভেন্দু আরও আরও বলেন, “এখনও বাসন্তী পুজো আসেনি। রাম নবমী হয়নি। এখন পদ্ম কুড়ি রয়েছে। ফুটবে তো, রাম নবমীতে ফুটবে। আমার বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে। তোমার বাড়িতে ঢুকেও পদ্ম ফোটাব ৷”
আরও পড়ুনঃ ধর্ম পরিবর্তন করে তিনবার বিয়ে করেছেন অর্থনীতির পন্ডিত- বিস্ফোরক দিলীপ
রবিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে একটি জনসভা থেকে শুভেন্দু অধিকারীর নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “উনি বলছেন তৃণমূল করেছি বলতে লজ্জা লাগে। আরে তোমার বাবা-ভাই তো তৃণমূল করছে। তাঁদের ভাঙিয়ে নিয়ে যেতে পারলেন না। নিজের বাড়িতে পদ্ম ফোটাতে পারেন না, ওরা আবার নাকি বাংলায় পদ্ম ফোটাবে।” এরপরই আজ খড়দহ থেকে অভিষেকের জবাব দিলেন শুভেন্দু ৷
আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলার আয়োজনে যুক্ত সকল কর্মীদের কোভিড বিমার ব্যবস্থা করছে রাজ্য সরকার
আজ খড়দহের মঞ্চে প্রায় আধঘণ্টার ভাষণে শুরু থেকে শেষ পর্যন্ত তৃণমূলকে আক্রমণ করেন বিজেপি নেতা ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়কে তুলোধনা করেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, কর্মসূচির সমালোচনাও শোনা যায় তাঁর গলায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে কটাক্ষের সুরে তিনি বলেন, “রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, আশা কর্মীর বেতন নেই, আর কিছু বললেই বলেন হাজার টাকা ভাতা ৷” আজ সভার শুরু থেকেই বিজেপি কর্মীদের উপর অত্যাচার নিয়ে সরব হন শুভেন্দু ৷ তৃণমূল কংগ্রেসকে একপ্রকার হুঁশিয়ারি দেওয়ার ভঙ্গিতে বলেন, “সব ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে ৷”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584