জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা শুভেন্দুর, বড় লড়াইয়ের প্রস্তুতি?

0
92

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। অস্থায়ী চেয়ারম্যান হিসাবে পদে দায়িত্ব পালন করছিলেন বঙ্গ বিজেপির বর্তমান পোস্টার বয়। গত ডিসেম্বরে মন্ত্রিত্ব, বিধায়ক-সহ তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari | newsfront.co
শুভেন্দু অধিকারী, ফাইল চিত্র

পরে মেদিনীপুরে অমিত শাহের সভায় যোগ দেন বিজেপিতে। এরপরই মেদিনীপুরের দাপুটে এই নেতাকে জুট কর্পোরেশনের চেয়ারম্যান করেছিল কেন্দ্র। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের প্রস্তাবিত এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে গত ৪ জানুয়ারি শুভেন্দুর নিয়োগে সম্মতি দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কমিটি। এই কাজের মেয়াদ ছিল তিন বছর। তাহলে কেন হঠাৎ ইস্তফা? তা নিয়ে শুরু হয়েছে নানা কৌতুহল।

এই ইস্তফার কারণ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর তরফে বিস্তারিত জানা না গেলেও বিজেপির তরফে সংগঠনের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, “আপাতত নির্বাচন নিয়ে অত্যন্ত ব্যস্ত শুভেন্দু। এই ব্যস্ততা ক্রমেই বাড়ছে। সেই কারণেই শুভেন্দু অধিকারীর জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন।“

আরও পড়ুনঃ সংযুক্ত মোর্চা জোটের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ১৯৩ আসনে প্রার্থী ঘোষণা এসইউসিআইয়ের

সদ্য দলে যোগ দিয়েই বঙ্গ বিজেপি গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন মেদিনীপুরের অধিকারী পরিবারের মেজ ছেলে। বাংলা বিজয়ে মোদী-শাহ জুটিও তাঁর উপর ভরসা রাখছে। একুশে বাংলার নির্বাচনের জন্য গঠিত কমিটিতেও তাঁকে সদস্য করা হয়েছে।

আরও পড়ুনঃ আব্বাসকে সহবতের বার্তা বিমানের, ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক মোর্চার

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে হাফ লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ নিয়েছেন শুভেন্দু নিজে। আপাতত দলের অন্যতম শো-স্টপার তিনি। তাই তাঁর ব্যস্তার বিবেচনা করেই জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা বলে খবর। একই সঙ্গে উঠছে প্রশ্ন তাহলে কী নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তিনিই প্রার্থী?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here