করোনাকালে দলের ক্রিয়াকলাপ, প্রতি গ্রামে গিয়ে প্রচারের নির্দেশ শুভেন্দুর

0
111

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

করোনা মোকাবিলায় রাজ্য সরকার যা যা কাজ করেছে, তথ্য দিয়ে তা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে নিদের্শ দিলেন মালদহের তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। বিজেপি চিনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তুলতে চাইবে বলেও জেলা নেতৃত্বকে আগাম সতর্ক করেন তিনি।

Suvendu Adhikari | newsfront.co
ফাইল চিত্র

এরপরেই দলের জেলা ও ব্লক কমিটি গঠন নিয়ে সোমবার সন্ধ্যায় মালদহের নুর ম্যানশনে জেলার কয়েক জন নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন জেলা সভানেত্রী মৌসম নুর। সম্প্রতি রাজ্যের মন্ত্রী তথা মালদহ জেলার তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী একাধিকবার ভিডিয়ো বৈঠক করেন জেলা নেতাদের সঙ্গে।

আরও পড়ুনঃ সাফুরা জারগারের জামিন মঞ্জুর দিল্লি হাইকোর্টে

সূত্রের খবর, সেখানে শুভেন্দু একাধিক কড়া প্রশ্ন তুলেছেন। ঘরে বসে নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল চালিয়ে যাওয়ার বদলে মাঠে নেমে রাজ্য সরকারের কাজের প্রচার এবং কেন্দ্রের বিরুদ্ধে জনমত গঠনের কথাও বলেছেন। দল পরিচালিত পঞ্চায়েতগুলিতে নানা অনিয়মের অভিযোগ ওঠায় ক্ষুব্ধ পর্যবেক্ষক। শুভেন্দু এই বৈঠকে স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের কাজের প্রচার করতে গ্রামে গ্রামে যেতে হবে। জেলা সভাপতি মৌসম নুর বলেন, ‘এদিন দলের সাংগঠনিক বিষয় নিয়ে নেতৃত্বদের সঙ্গে আলোচনা হয়েছে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here