বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
মঙ্গলবার দুপুরে রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বাগডোগরা বিমানবন্দরে এসে পৌছান। এর পর সাংবাদিক মুখোমুখি হয়ে বলেন যে বনধ হয়নি। দু’চারটে সরকারি বাস ভেঙেছে দুটো সরকারি বাসে আগুন লাগিয়েছে। যদিও এইটা ইসলামপুর শহরে করতে পারেনি। কলেজ মোড় বলে একটি জায়গা আছে শ্রীকৃষ্ণপুড় সেই জায়গায় করেছে। মুখে গামছা লাগানো বিহারের গুন্ডাদের ভাড়া করে এনে করেছে। মানে তাপস এবং রাজেশকে যারা খুন করেছিল সেইদিন সেই লোকরাই এইসব করছে। তাদের হাতে ঝাণ্ডা নেই। কিন্তু ঝান্ডা না রাখার কৌশল নেওয়া হয়েছে।
এরাই দুষ্কৃতকারী। সব বাস পোরানোর এফআইআর হয়েছে। ইন্সুরেন্স থেকে যেমন পাবো সঙ্গে সঙ্গে যারা করেছে তাদের কাছ থেকেও আদায় করে নিবো। এবং আমি ভোর সাড়ে পাঁচটায় দেখে এসেছি কলকাতায় বনধ হয়নি। এবং উওরবঙ্গেও দেখছি বনধ হয়নি। এই বিমানবন্দরটিতো বনধের আওতায়, মনে হচ্ছে না বনধ হয়েছে। সব বিমান বিমানে করে লোকজন আসছে যাচ্ছে। এবং চা বাগানের কাজ হচ্ছে। কারখানা খোলা রয়েছে। শিলিগুড়ি সব বাচ্চারা স্কুলে গেছে। এবং বাড়িও ফিরছে। এর পাশাপাশি তিনি আরও বলেন যে এই চারটে বাসে ঠিল ছোরা। দুটো বাসে যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেওয়া। এগুলো করে কোন রাজনৈতিক লড়াই হয় না। এইটা একটা আইন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা। এবং রাজ্যের অভ্যন্তরে বিশৃঙ্খলা করার ক্ষমতা কোন রাজনীতি দলের নেই। এবং লক্ষ্য করে দেখা যাচ্ছে যে বিহার, ঝাড়খণ্ড ও আসাম এই তিনটি সীমান্ত এলাকাতে বাইরে ভাড়া করা গুন্ডাদের নিয়ে এসে গোলমাল করা হচ্ছে। সবশেষে তিনি বলেন যে ‘আমার ইসলামপুরের নেতারা ও উওর দিনাজপুর জেলার নেতারা কেমন আছেন তার খোঁজ নিতে এসেছি”।
আরও পড়ুনঃ বনধ সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তি,গ্রেফতার বেশ কয়েকজন নেতা কর্মী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584