উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
সোমবার সন্ধ্যায় রাজভবনে এসে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল দল থেকে বিজেপিতে যোগদানের পর প্রথমবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী।
সোমবার সন্ধ্যায় তিনি রাজভবনে গিয়ে দেখা করেন রাজ্যপালের সঙ্গে। পরে রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করে বিষয়টি প্রকাশ্যে আনেন। তাঁদের মধ্যে কী কথা হয়েছে কোনো পক্ষই তা জানাননি।
Chairman Jute Corporation of India Limited (JCIL) Suvendu Adhikari called on me at Raj Bhawan today.
JCIL incorporated in 1971 is in its golden anniversary. Appreciate passion @SuvenduWB to make golden year really golden for jute farmers and hute industry. pic.twitter.com/ArfRJNQkuD
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 11, 2021
তবে এদিন শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসেবে নন, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে সেখানে গিয়েছিলেন। রাজ্যপাল টুইটারে অন্তত এমনটাই জানিয়েছেন।
আরও পড়ুনঃ ২০ লক্ষ ‘ভুল হাতে’ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির ১,৩৬৪ কোটি টাকাঃ আরটিআই রিপোর্ট
যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন শুভেন্দু, সেইদিনই তিনি রাজ্যপালকেও নিজের পদত্যাগপত্র পাঠান। বিধায়ক পদ ছেড়ে দেওয়ার পর রাজ্যপালকে একটি চিঠিও দেন তিনি। তাতে তিনি তাঁর উপর হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।
ওই চিঠির সাপেক্ষে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতেও বলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তারপর শুভেন্দু বিজেপিতে যোগদান করেছেন। বিভিন্ন জায়গায় তাঁকে বিজেপির হয়ে সভা করতে দেখা যাচ্ছে। তিনি আগামীকাল, মঙ্গলবার অংশ নেবেন কলকাতায় দলের একটি কর্মসূচিতে।
আরও পড়ুনঃ করোনা থাবায় প্রথমবার প্রথা ভেঙে কাগজ-হীন বাজেট
একই সঙ্গে আরও জানা গেছে, ধনকড় বৈঠক শেষে জোড়া টুইট করেন। শুভেন্দুর সঙ্গে বৈঠকের একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “আজ জুট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের (জিসিআইএল) চেয়ারম্যান শুভেন্দু অধিকারী আমার সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে এসেছিলেন। ১৯৭১ সালে স্থাপিত জিসিআইএলের এ বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ। আমি আশা করব শুভেন্দু এই বছরটিকে পাট চাষি ও পাট শিল্পের সঙ্গে যুক্তদের জন্য স্বর্ণময় করে তুলবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584