নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে এখন হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র ঘিরে, যেখানে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার উল্টো দিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী ৷
তারই মাঝে সিপিএমের তরফ থেকেও মীনাক্ষী মুখার্জীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে রাজ্য সিপিআইএম৷ ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন ৷
শুক্রবার মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী তার আগে নন্দীগ্রামের সোনাচূড়ায় সিংহবাহিনী মন্দিরে পুজো দিয়ে নন্দীগ্রামের করো পল্লীতে শহীদ পরিবারের সাথে কথা বলে মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন শুভেন্দু অধিকারী ৷
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় মহাযজ্ঞ শিলিগুড়িতে
বিজেপি দলীয় সূত্রে জানা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার আগে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন শুভেন্দু অধিকারী ৷সব মিলিয়ে রাজ্য রাজনীতির মধ্যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এখন হাই ভোল্টেজের লড়াই এটাই মনে করছে সারা রাজ্য থেকে সারা দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584