নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে ৮ই নভেম্বর রবিবার শুভেন্দু অধিকারীর সভা নিয়ে চড়ছে জোর রাজনৈতিক পারদ। জেলা তৃণমূল বনাম মুর্শিদাবাদ জেলা পরিষদের রাজনৈতিক দ্বন্দ্ব বেশ কয়েক দিন ধরেই অব্যাহত।
প্রয়াত মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ও ভূমি কমার্ধ্যক্ষ মফিজ উদ্দিন মন্ডলের স্মরণসভার ডাক দিয়েছিল জেলা পরিষদ। কিন্তু মুর্শিদাবাদ জেলা তৃণমূল শিবির ঘোষণা করে, সভা হলে তৃণমূল ব্যানারে করতেই হবে যা নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে।
আরও পড়ুনঃ পুরোনো দলে ফিরে বালুরঘাটে দলীয় সভায় বিজেপি’কে বিঁধলেন বিপ্লব মিত্র
এবার সব কিছুর অবসান ঘটালেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন, খড়গ্রাম নগরের বদলে সভা হবে মাড়গ্রাম হাইমাদ্রাসাতে। রবিবার তার আয়োজন করবে মাড়গ্রাম গ্রামের বাসিন্দারা এবং প্রয়াত মফিজউদ্দিন মন্ডলের পরিবারের সদস্যরা।
যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন তৃণমূল বা মুর্শিদাবাদ জেলা পরিষদের ব্যানারে এই সভা হবে না বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584