নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মন্ত্রীত্ব ছাড়লেও গুরুত্বপূর্ণ ব্যক্তি তাই পুনর্বহাল করা হলো নিরাপত্তা। মন্ত্রিত্বের সাথে সাথে নিজের যাবতীয় সরকারি নিরাপত্তাও ছেড়েছিলেন এই মুহূর্তের সবচেয়ে আলোচিত তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। ফলে শুভেন্দুর সঙ্গে থাকা পাইলট কার ফিরে গিয়েছিল জেলা পুলিশ লাইনে।
নিজের সঙ্গে থাকা পুলিশের সমস্ত সুরক্ষাই ছাড়তে চেয়েছিলেন শুভেন্দু, কিন্তু রবিবার জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুভেন্দুর সুরক্ষা আগের মতোই বলবৎ থাকছে।
শুক্রবার তিনি পুলিশি নিরাপত্তা ছাড়া নিজের মত বহু জায়গায় ঘুরে বেড়িয়েছেন, তবে শনিবার সারাদিন কাটিয়েছেন বাড়িতেই। আজ বিকেল তিনটে নাগাদ মহিষাদল রাজবাড়িতে স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের স্মরণ সভায় যাবেন তিনি। রাজ্য পুলিশ সূত্রে খবর, সভায় যাওয়া-আসা এবং সভাস্থলে রাজ্য পুলিশ আগেই মতোই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ মহিষাদলে বিধায়ক শুভেন্দু অধিকারীর স্মরণসভা ঘিরে জল্পনার পারদ তুঙ্গে
পূর্ব মেদিনীপর জেলা পুলিশের তরফে জানানো হয়েছে যে, শুভেন্দু অধিকারীর নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে না। তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তি। সেকারণে রাজ্য পুলিশ তাঁকে আগের মতোই সুরক্ষা দেবে।
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল যাদব বলেন, “শুভেন্দু অধিকারীর সুরক্ষার বিষয়ে স্টাটাস কো, অর্থাৎ স্থিতাবস্থা বজায় রয়েছে। আগেও তাঁর যা সুরক্ষা ছিল তা এখনও আছে।“
আরও পড়ুনঃ বালুরঘাটে দেওয়াল লিখন দিয়ে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু
শুভেন্দু নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে একথার সত্যতা স্বীকার করে শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতা কনিষ্ক পণ্ডা জানিয়েছেন, শুভেন্দুর নিরাপত্তা আগের মতোই আছে। রবিবার বিকেল ৩টে নাগাদ মহিষাদল রাজবাড়ির ছোলাবাড়ির সভায় যোগ দিতে যাবেন, তখন রাজ্য পুলিশের নিরাপত্তাবাহিনী সঙ্গে থাকবে বলে জানান কনিষ্ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584