পরিযায়ী প্রার্থীদের নয়, ভূমিপুত্রকে ভোট দেওয়ার পরামর্শ শুভেন্দুর

0
72

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Suvendu advised to voting local candidate
নিজস্ব চিত্র

দিল্লি কলকাতা পরিযায়ী প্রার্থীদের ভোট দেবেন না।রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র তৃণমূলের প্রার্থী কানাইয়া লাল আগারওয়ালকে ভোট দিয়ে দিদির হাত শক্ত করুন।কারণ আমরা চাই এবার ৪২ টি আসনই দিদির হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রকের ভূমিকা পালন করতে হবে।রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের মাঠে বুথ ভিত্তিক তৃণমূলের কর্মী সভায় রাজ্যের পরিবহন মন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত অবসার্ভর শুভেন্দু অধিকারী এই কথা বলেন।শুভেন্দু বাবু বলেন, ‘সাড়ে সাত বছরের মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন এবং কেন্দ্রের মোদি সরকারের পাঁচ বছরের কাজের পর্যালোচনা করে ভোট দেবেন।

Suvendu advised to voting local candidate
নিজস্ব চিত্র

আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের পূর্বে এই রাজ্যের মানুষদের যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার চাইতেও অনেক বেশি কাজ করে দেখিয়ে দিয়েছেন যদি সত্যি সত্যি কাজ করার ইচ্ছা থাকে তাহলে কোন বাধা ই বাধা হয়না।আর সেই কারণেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের যা যা প্রয়োজন দিদি তার সব ব্যবস্থা করে দিয়েছেন।’ পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন মোদি সরকার নোট বাতিলের সময়ের মানুষের নাজেহাল অবস্থার কথা তোলেন, প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকের পাস বইতে ১৫ লক্ষ করে টাকা দেবেন।কোনো প্রতিশ্রতি রক্ষা করতে পারেনি মোদি সরকার।তিনি কটাক্ষ করে বলেন,’তাহলে সাম্প্রদায়িক একটি দলকে কেন ভারতবর্ষের মতো একটি দেশের গদিতে বসিয়ে দেশকে টুকরো টুকরো করার সুযোগ করে দেবেন।’
শুভেন্দু বাবু কালিয়াগঞ্জের পৌর পিতা কার্তিক পালের ভূয়সী প্রশংসা করে বলেন, “কার্তিক পাল একজন কাজ পাগল মানুষ সামান্য সময়ের মধ্যে কালিয়াগঞ্জ শহরে যেভাবে ও উন্নয়নের গতিকে নিয়ে যাচ্ছে প্রায় এক কথায় আমাদের কাছে অত্যন্ত গর্বের।আমরা চাই কালিয়াগঞ্জ শহরের আরো যে সমস্ত কাজ বাকি আছে সবকিছুই করা সম্ভব হবে আপনারা যদি আমাদের প্রার্থী কানাইয়া লাল আগারওয়ালকে আশীর্বাদ প্রদান করেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি সমস্ত কাজ দিদির কাছ থেকে সমস্ত কাজের জন্য অর্থ আপনাদের শহরের নিয়ে আসবো প্রতিশ্রুতি দিচ্ছি।”

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস নিয়ে প্রশ্ন দিলীপের

এদিনের জনসভায় বক্তব্য রাখেন মন্ত্রী গোলাম রব্বানী, জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন,তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, রায়গঞ্জের তৃণমূলের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল,তৃণমূলের ব্লক সভাপতি দধি মোহন দেবশর্মা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য ও মোশারফ হোসেন।বুথ ভিত্তিক কর্মীসভা জনসভার চেহারায় পরিণত হয়েছিল বলে দেখা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here