নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
শুরু হল মহিষাদল বইমেলা। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বইমেলা উদ্বোধনে মঙ্গলবার রাতে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী এসে বলেন, জনপ্রতিনিধিদের বেশি করে বই পড়া দরকার। তিনি আরও বলেন, সাংসদদের বেশি করে বই কিনে পড়াশোনা করা দরকার। বিদ্যাসাগর সম্বন্ধে ভাল করে জানতে বলেন তিনি।
এবারে বইমেলার ষষ্টম বর্ষ আয়োজন করেছেন মহিষাদল বইমেলা সমিতি। উপস্থিত ছিলেন কলকাতা বইমেলার সম্পাদক, সাহিত্যিক ত্রিদিব চট্পোপাধ্যায়, ড: অশেষ রঞ্জন মিশ্র, জেলাশাসক পার্থ ঘোষ, বইমেলার সভাপতি হরিপদ মাইতি এবং বিভিন্ন প্রকাশকের সংস্থা ও সাহিত্যিক কবিরা।
বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষে এই ষষ্ঠ মহিষাদল বইমেলা অনুষ্ঠান। বইমেলা আজ শুধুই বইয়ের প্রতি আকর্ষণের জায়গা নয়। বইমেলা আজ মননশীল আলোচনার ক্ষেত্রও।
আরও পড়ুনঃ জেলা সফরে মমতা, প্রশাসনিক বৈঠকে শিলান্যাস-উদ্বোধন একাধিক প্রকল্পের
উদ্বোধনে মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বইমেলায় বেশি করে বই কিনতে হবে নাহলে প্রকাশকের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে। পাশাপাশি তিনি বিদ্যাসাগর মহাশয়ের জীবনী পড়তে বলেন সবাইকে।
তিনি বলেন, কিছুদিন আগে একজন সাংবাদিক এক সাংসদকে বিদ্যাসাগরের লেখা একটি বইয়ের কথা জিজ্ঞেস করলে, সেই সাংসদ উত্তর দেন সহজ পাঠ। বই কিনে না পড়াশোনা করলে এইরকমই উত্তর পাওয়া যাবে—বলেন শুভেন্দু বাবু।
মহিষাদল বইমেলার সভাপতি হরিপদ বাবু বলেন, বইমেলা সমিতি দুর্গাপুজো করবে বলে স্থির করেছিলেন, সেই দুর্গাপুজো বাদ দিয়ে আজকের বইমেলায় তারা মেতে উঠেছেন।
বইপ্রেমী যারা, তাদের জন্য স্পেশাল ক্লাসরুমের ব্যবস্থা রেখেছে এই বইমেলা। যারা এক ঘণ্টার পড়াশোনা করবে তাদের জন্যও বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে আলোচনা সভা, বিজ্ঞান চর্চাও।
অন্যদিকে প্রতিদিন সন্ধ্যায় থাকছে আকর্ষণের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিনই মেলা চলবে সকাল ১১ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত। শিশুদের মনোরঞ্জন করার জন্য রয়েছে ফুলের পার্ক। উদ্দেশ্য বইয়ের প্রতি আকর্ষণ বাড়ানো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584