পরিবেশ মেলার উদ্বোধনে শুভেন্দু

0
74

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

Suvendu inaugurated the Environment Fair
নিজস্ব চিত্র

পরিবেশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয়েছে পরিবেশ মেলা। বুধবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে ইংরেজবাজার শহরের পল্লীশ্রী ময়দানে শুরু হল এই মেলা।আগামি দুই দিন ব্যাপী চলবে এই মেলা।

Suvendu inaugurated the Environment Fair
নিজস্ব চিত্র

এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পরিবেশ ও পরিবহন দপ্তরের মন্ত্রী শুভেন্দু আধিকারি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানি, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, উত্তর মালদার সাংসদ মৌসম বেনজির নূর ও ইংরেজবাজারের বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ সহ প্রশাসনের কর্তা আধিকারিকেরা।

আরও পড়ুনঃ পরিবেশ সচেতনতা মেলা

পরিবেশ মেলায় সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন দপ্তরের স্টল খোলা হয়। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের স্টল খোলা হয়। সেখানে পড়ুয়া পরিবেশ সচেতনতার বিভিন্ন মডেল সাধারণ মানুষের মধ্যে তুলে ধরে। পরিবেশ দপ্তরের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে প্লাস্টিকের ব্যাবহার বন্ধ করতে একটি করে চটের ব্যাগ ও গাছের চারা দেওয়া হয়।

এদিন প্রায় পাঁচ হাজার সাধারণ মানুষের মধ্যে ব্যাগ বিতরণ করা হয়। দুই দিন ব্যাপী জেলার বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা পরিবেশ সচেতনতার উপর বিভিন্ন মডেল প্রদর্শ করাবে। এছাড়াও নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠীত হবে দুই দিন ব্যাপী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here