বিজেপিতে যাচ্ছেন শুভেন্দু দাবি জিতেন্দ্রর

0
95

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বিগত চারমাস ধরে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে মুখে কুলুপ এঁটে আছেন রাজ্যের সব আলোচিত রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারী। তবে তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব তিনি স্পষ্ট করেছেন, প্রথমে মন্ত্রিত্ব তারপর বিধায়ক এবং আজকে দলীয় সদস্যপদ থেকে নিজের পদত্যাগ পত্র দিয়ে।

Jitendra Tiwari | newsfront.co
জিতেন্দ্র তিওয়ারি। ছবিঃ এএনআই

শুভেন্দু বিক্ষোভ পর্বে কেউ কেউ রাজনৈতিক রঙ বদল করে বিজেপিতে আশ্রয় নিলেও তিনি এখনও পর্যন্ত অরাজনৈতিক মঞ্চ থেকেই তাঁর জনসংযোগ বজায় রেখে চলেছেন। এই পর্বে তৃণমূলের আরেক ‘বেসুরো’ বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি সংবাদসংস্থা এএনআই-কে জানালেন, “বিজেপিতেই যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী।“

আসানসোলের এই পুর প্রশাসক জানিয়েছেন, ‘‘শুভেন্দু আমাকে বলেছেন, উনি বিজেপিতে যোগ দিচ্ছেন’’। তবে পদ্মপতাকা হাতে তুলতে তিনিও শুভেন্দুর সঙ্গী হচ্ছেন কিনা, সে ব্য়াপারে এখনও নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি জিতেন্দ্র।

আরও পড়ুনঃ তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা শুভেন্দুর

এ প্রসঙ্গে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক বলেছেন, ‘‘দিদির (মমতা বন্দ্য়োপাধ্য়ায়) সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ওঁর সঙ্গে দেখা করব এবং যা বলার বলব’’। উল্লেখ্য়, তৃণমূলে শুভেন্দু-অধ্য়ায়ের মধ্য়েই একাধিক তৃণমূল নেতা-মন্ত্রী রীতিমতো ‘বিদ্রোহ’ ঘোষণা করেছেন। সেই তালিকায় সম্প্রতি জিতেন্দ্র তিওয়ারির নাম নব সংযোজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here