মোহনা বিশ্বাস, কলকাতাঃ
আজ সোমবার সিআইডি দফতরে হাজিরা দিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জল্পনাই এবার সত্যি হল। সূত্রের খবর, ‘দিনভর একগুচ্ছ কর্মসূচি থাকার কারণে আজ ভবানীভবনে যাওয়া সম্ভব হচ্ছে না’, সিআইডি-কে এমনই একটি ই-মেল পাঠিয়েছেন তিনি। তবে এই সিআইডি তলব নিয়েই হাইকোর্টে সওয়ালের সম্ভবনা রয়েছে। উচ্চ আদালতে সওয়াল করতে পারেন শুভেন্দু অধিকারীর আইনজীবীরা।
সূত্র মারফৎ জানা গেছে, যে রাজ্যের বিরোধী দলনেতার এই চিঠি পেয়ে সিআইডি আধিকারিকরা জরুরি ভিত্তিতে একটি বৈঠকে বসেছেন। শুভেন্দুকে নতুন করে সমন পাঠানো হবে নাকি অন্য কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে।
শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই এদিন সকাল ১১টা নাগাদ তাঁকে তলব করেছিল সিআইডি। সেইমতো সিআইডি-র ৫ সদস্যের একটি টিম শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করবে বলে প্রশ্নাবলিও তৈরি করে ফেলেছিল। রাজ্যের তদন্তকারী সংস্থার সদর দপ্তর ভবানীভবনেও সকাল থেকে প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু বেলা গড়াতেই সব প্রস্তুতিতে জল ঢেলে দিলেন শুভেন্দু অধিকারী স্বয়ং।
আরও পড়ুনঃ ধর্ষণের ঘটনার তদন্তে সিবিআইয়ের প্রতিনিধিদল মুর্শিদাবাদে
সিআইডি-র কাছে সময়মতো পৌঁছলেন না রাজ্যের বিরোধী দলনেতা। বদলে সিআইডি-র মেল আইডিতে এল তাঁর লেখা একটি ই-মেল। আজকে সারাদিন বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে তিনি সিআইডি-র কাছে হাজিরা দিতে পারলেন না, এমনটাই লেখা রয়েছে ওই ই-মেলে।
আরও পড়ুনঃ ‘কোথাও থেকে ১০ পয়সাও নিয়েছি প্রমাণ থাকলে জনসমক্ষে আনুন’, ইডি দফতরে অভিষেক
উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ অক্টোবর কাঁথির পুলিস ব্যারাকে মাথায় গুলি লাগে শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী ওরফে বাপির। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতিও করা হয়েছিল। কিন্তু পরের দিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর ২ বছর ৮ মাস পর মৃত্যুর তদন্ত চেয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। দায়ের হওয়া অভিযোগে শুভেন্দু অধিকারী-সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছিল। সেই মামলার তদন্তেই সোমবার শুভেন্দু অধিকারীকে তলব করেছিল সিআইডি। কিন্তু এদিন হাজিরা দিলেন না তিনি। ফলে জল্পনার সঙ্গে বাড়ল তদন্তের জটিলতাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584