নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ভসরাঘাটের ধিক্কার সভায় মন্ত্রীর বক্তব্যে ব্যক্ত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।এদিন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের নীচের তলার কিছু লোক মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে।তাদের দিদি মঞ্চ থেকে সরিয়ে দিয়েছে।”পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির তৃণমূল নেতা ফটিক ও জগদীশের নাম না করে আক্রমন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর।এদিকে বিজেপির অভিযোগ শুভেন্দু অধিকারী বাড়তি দায়িত্ব পাওয়ার পর বেশিরভাগ সভাতে গরহাজির ফটিক পাহাড়ি এবং জগদিশ দাস।তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেশিয়াড়ি দুই নেতাকে নিজেদের পথ থেকে সরিয়ে নেওয়ার পর তৃণমূলের নিষ্ক্রিয় ভাবে দেখা গেছে ফটিক ও জগদীশকে।বিজেপির দক্ষিণ মন্ডলের সভাপতি সনাতন দোলাইয়ের অভিযোগ করে বললেন “আজকের ভসরাঘাট ধিক্কার সভায় হাজির ছিলেন না ফটিক এবং জগদিশ আমার কাছে এমনটাই খবর।আর প্রত্যেকটি জনসভা থেকে যদি নাম না করে এহেন আক্রমণ করেন শুভেন্দু অধিকারী তাহলে এটাই প্রকাশ্যে আছে যে দলের মধ্যে নিজেরাই গোষ্ঠী করেছে তৃণমূল।”এই দিনের এই ধিক্কার জনসভা থেকে কেশিয়ারি থেকে বিজেপির শিকড় উপড়ে ফেলার কথা বলেন শুভেন্দু অধিকারী।বিজেপির দাবি-“জাতীয় দল হিসেবে বিজেপি শুধু কেশিয়ারি কিংবা বাংলা থেকে নয় সারা ভারতে একমাত্র দল হয়ে দাঁড়াবে।”
আরও পড়ুনঃ নাবালিকা ছাত্রীকে অশ্লীল ইঙ্গিত করার অভিযোগে গ্রেফতার শিক্ষক
বিজেপির কেশিয়াড়ি দক্ষিণ মন্ডলের সভাপতি সনাতন দলুই বলেন-“১০০ বছর পরে বিজেপির সুপ্ত থাকা বীজ থেকে পূর্ণাঙ্গ পদ্ম ফুটবে এই বাংলায়।”শুভেন্দু অধিকারীর বিতর্কমূলক এই ধরনের বক্তব্যকে লোকসভার আগে হাতিয়ার করছে বিজেপি।আর চলছে রাজনৈতিক নানা জল্পনা-কল্পনা ও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584