নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
করোনার জেরে ওলটপালট হয়ে গেছে প্রত্যেকটা ক্ষেত্র। বাদ পড়েনি বিনোদন দুনিয়াও। বন্ধ সিনেমা হল।টানাপোড়েনে নিদারুণ সমস্যায় টেলিপাড়া। বহু ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছে। সব ঠিক না হলে কবে সেই সব ছবি আসবে প্রেক্ষাগৃহে তা নিয়ে কপালে ভাঁজ নির্মাতাদের।
এরই মাঝে এসভিএফ জানাল নিজেদের আগামী পাঁচটি ছবির মুক্তির দিন। বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘মুখোশ’ আসছে ১৩ অগাস্ট। পুজোর আবহে ১০ অক্টোবর আসছে ধ্রুব ব্যানার্জি পরিচালিত ‘গোলন্দাজ’। ৩ নভেম্বর আসছে মৈনাক ভৌমিক পরিচালিত ‘একান্নবর্তী’। ২৪ ডিসেম্বর সৃজিত মুখার্জি পরিচালিত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। ২০২২-এর ৪ ফেব্রুয়ারি আসছে সৃজিতেরই ‘X=প্রেম’।
আরও পড়ুনঃ ফের জট পাকাচ্ছে টেলিপাড়ায়, প্রশ্নের মুখে আসন্ন মেগা সিরিয়ালগুলি
এসভিএফ-এর এই পাঁচফোড়ন ধামাকা দর্শকমনে ঝড় তুলবে বলাই বাহুল্য। নগেন্দপ্রসাদ সর্বাধিকারীর বায়োপিক ‘গোলন্দাজ’-এ সুপারস্টার দেবকে ভক্তেরা পাবে অন্য ইমেজে। ওদিকে সৃজিতের ‘X=প্রেম’ ইতিমধ্যেই বিতর্কের সম্মুখে পড়েছে। তা নিয়ে দর্শকের আগ্রহের পারদ যে ঊর্ধমুখী হবে তা বলাই বাহুল্য।
আরও পড়ুনঃ পিহু-টুবাইয়ের ছোটবেলার প্রেমের ঝলক নিয়ে হাজির দ্বিতীয় প্রোমো, অপেক্ষা সম্প্রচারের
একইসঙ্গে কাকাবাবুকে নিয়ে আগ্রহ নেই এমন বাঙালি খুঁজতে হবে৷ বিরসার ‘মুখোশ’ থ্রিলারের মজা দেবে। আর ‘একান্নবর্তী’ দেবে একান্নবর্তী পরিবারে দুর্গাপুজোর মজা। সব মিলিয়ে এই পাঁচফোড়ন থুড়ি কোন ছবি কতটা বেশি জনপ্রিয় হয় বা বক্স অফিস কাঁপায় তা দেখার পালা আসন্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584