নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কায় হেমতাবাদ ব্লক স্বাস্থ্য দফতরের উদ্যোগে শুরু হল বাসিন্দাদের লালারসের নমুনা সংগ্রহের কাজ।
শনিবার সকাল থেকে হেমতাবাদ বাসস্ট্যান্ডে শিবির করে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দার লালারসের নমুনা সংগ্রহ করা হয়। জেলা স্বাস্থ্য দফতর থেকে একটি দল এসে লালারসের নমুনা সংগ্রহ করে। ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক বিশ্বাস সহ স্বাস্থ্য কর্মী ও আশা কর্মীরাও উপস্থিত ছিলেন এদিনের শিবিরে।
আরও পড়ুনঃ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কর্মীদের ভোকাল টনিক রাজীবের
উল্লেখ্য, এখন পর্যন্ত হেমতাবাদ ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন চার জন। প্রত্যেকেই চিকিৎসার পর সুস্থ হয়েছেন। ওই চার আক্রান্তই বাইরের রাজ্য থেকে এসেছিল বলে জানা গিয়েছে। তবে গোষ্ঠী সংক্রমণ ছড়িয়েছে কিনা তা জানতে হেমতাবাদ ব্লকের পাচটি গ্রাম পঞ্চায়েতেই শিবির করে লালারসের নমুনা সংগ্রহ করার কাজ চলবে বলে ব্লক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584