মালদহের হরিশ্চন্দ্রপুরে শুরু হলো লালারস সংগ্রহের কাজ

0
47

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

করোনা ভাইরাস সংক্রমতিদের চিহ্নিতকরণের উদ্দেশ্যে মালদহের হরিশ্চন্দ্রপুর ব্লক হাসপাতালে লালারস পরীক্ষা শুরু হল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার হরিশ্চন্দ্রপুর এলাকার কোয়ারান্টিন সেন্টারগুলিতে থাকা পরিযায়ী শ্রমিকদের লালারসের পরীক্ষার কাজ শুরু করা হয়েছে।

Corona test | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন হরিশ্চন্দ্রপুর হাসপাতাল সংলগ্ন আইটিআই কলেজের কোয়ারান্টিন সেন্টারে লালারসের পরীক্ষা শুরু হয়েছে। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুরের বিএমওএইচ অমল কৃষ্ণ মণ্ডল জানান, ‘আমরা আজ থেকে ব্লকে লালারস সংগ্রহের কাজ শুরু করলাম।

আরও পড়ুনঃ পরপর দুদিনই করোনা আক্রান্তের হদিস মিলল মালদহে, পুলিশের ঘেরাটোপে এলাকা

Swab sample | newsfront.co
নিজস্ব চিত্র

আপাতত বিভিন্ন কোয়ারান্টিন সেন্টারে থাকা ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের লালারস সংগ্রহ করা হবে। এই লালারসের নমুনা আমরা জেলায় পাঠিয়ে দেব। সেখান থেকেই নির্দিষ্ট সময়ে রিপোর্ট আসবে।’ রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অমলবাবু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here