নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহের প্রতিটি কোয়ারেন্টাইন সেন্টারে ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের লালারসের নমুনা পরীক্ষার চলছে। জেলাশাসকের নির্দেশে রবিবার বিকাল থেকেই সেই কাজ শুরু হয়েছে ৷ আজ পুরাতন মালদা ব্লকের দু’টি কোয়ারেন্টাইন সেন্টারে ৪০ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয় ৷ সেই নমুনা পাঠিয়ে দেওয়া হয় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ সোমবার বিকালে এই পরীক্ষার রিপোর্ট জানা যাবে বলে স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে ৷
মেডিকেলের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত সেখানে ৩২৫ জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ তবে, প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ সরকারি নির্দেশিকা অনুযায়ী, এবার নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ ৷
আরও পড়ুনঃ করোনা প্রতিরোধে কাজ করা কর্মীদের সম্মান জ্ঞাপন উত্তর দিনাজপুর পুলিশের
প্রথমে কোয়ারেন্টাইন সেন্টারে থাকা সব শ্রমিকের লালারসের নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আজ পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের বলাতুলি হাইস্কুলের হস্টেলে,নারায়ণপুরে পথসাথীতে তৈরি কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ৩২ জন শ্রমিকের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584