নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহের কালিয়াচক-৩ নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে কোয়ারেন্টাইন সেন্টারে থাকা প্রায় ৩০ জন পরিযায়ী শ্রমিকের লালারস সংগ্রহ করা হল। পাশাপাশি দক্ষিণ মালদহ কলেজের ওই কোয়ারেন্টাইন সেন্টারে যাতায়াত করেন এমন ১৭ জন স্বাস্থ্য কর্মী, পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার, বৈষ্ণবনগর থানার আইসি সহ মোট ৫০ জনের লালারস সংগ্রহ করা হয়।
এবিষয়ে কালিয়াচক-৩ ব্লকের স্বাস্থ্য আধিকারিক দেবাঙ্কু বর্মন জানান, ‘ওই কোয়ারেন্টাইন সেন্টারে নিজেদের উদ্যোগে জেলায় ফিরেছিলেন, এমন পরিযায়ী শ্রমিকদের রাখা হয়েছে। এদিন তাঁদের লালারস সংগ্রহ করা হয়।
আরও পড়ুনঃ হরিয়ানা থেকে অটো চালিয়ে বাড়ি ফিরলেন ১৮ শ্রমিক
স্বাস্থ্য কর্মী সহ যেসব পুলিশ আধিকারিক এই কোয়ারেন্টাইন সেন্টারে যাতায়াত করেছেন তাঁদেরও লালারস সংগ্রহ করা হয়। সেই নমুনাগুলি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এদিন পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584