নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের লালারস সংগ্রহ করা শুরু হল শুক্রবার। গতকাল থেকে পাশাপাশি জ্বর ও কাশির উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল ও নার্সিংহোমের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন প্রসূতিদের লালারস সংগ্রহ করা শুরু হয়েছে।
রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা নির্ণয়ে লালারস পরীক্ষার প্রক্রিয়া শুরু হল। এমনটাই জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ শহরবাসীর মনোবল বাড়াতে মনীষীদের বানী প্রচার রায়গঞ্জ পুরসভার
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, ‘জেলায় এখনও পর্যন্ত কারও করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট মেলেনি। সবার ক্ষেত্রেই নেগেটিভ এসেছে। আমারও লালারস পাঠানো হয়েছিল মালদহ মেডিকেল কলেজে, রিপোর্ট নেগেটিভ এসেছে।’ তবে জেলায় স্বাস্থ্য দপ্তর সতর্ক রয়েছে। সরকারি নির্দেশে এদিন থেকে করোনা মোকাবিলায় নিযুক্ত জেলার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের লালারস সংগ্রহ করা শুরু হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584