নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা সংক্রমণ আশঙ্কায় ডালখোলার ১০ জন ফল বিক্রেতার লালারস পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠাল জেলা স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার ডালখোলার ফরসরা এলাকার কিছু ফল বিক্রেতা ও দোকানের কর্মী মিলিয়ে মোট ১০ জনের লালারস সংগ্রহ করা হয় বলে জানান ডালখোলা পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর শুভদীপ নন্দী।
তিনি জানান, বেশ কয়েকদিন ধরে ডালখোলার বহু মানুষ সন্দেহ করছিলেন, বিহারের পূর্ণিয়া জেলা থেকে আসা এক করোনা রোগীর সংস্পর্শে এসেছেন ফরসরা এলাকার কিছু ফল বিক্রেতা।
আরও পড়ুনঃ খালি থালা হাতে প্রতীকী অনশনে বিজেপি
এই বিষয়ে ডালখোলা পুরসভার যুগ্ম প্রশাসক সুভাষ গোস্বামী বলেন,’ডালখোলার ফল বিক্রেতা এবং তাদের কর্মীরা শারীরিকভাবে সুস্থ থাকলেও আগাম সতর্কতার কারণে ওই ফল বিক্রেতাদের এবং তাঁদের দোকানের কর্মীদের লালারস সংগ্রহ করার ব্যবস্থা করা হয়। আশা করা হচ্ছে, শুক্রবারের মধ্যে তাঁদের লালারস পরীক্ষার ফলাফল চলে আসবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584