নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
গ্রিন জোন হলেও সরকারি নির্দেশিকা অনুযায়ী করোনা লড়াইয়ের ‘যোদ্ধা’ পুলিশ কর্মীদের লালারস পরীক্ষা হল রায়গঞ্জে। বুধবার দুপুরে রায়গঞ্জের কর্নজোড়া সংলগ্ন একটি সরকার অধিগৃহীত কোভিড হাসপাতালে রায়গঞ্জ পুলিশ জেলার সমস্ত পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়।
এদিন রায়গঞ্জ পুলিশ জেলার সুপার থেকে জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, থানার পুলিশ কর্মীদের লালারস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় ওই হাসপাতালে। এদিন পুলিশের পাশাপাশি সরকারি দফতর এবং পুরসভার কর্মীদেরও একইভাবে ওই হাসপাতালেই কোভিড-১৯ টেস্টের জন্য লালারসের নমুনা সংগ্রহ করা হয়। প্রশাসন সূত্রে খবর, প্রতিদিন মোট ২০০ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ হাঁটা পথে নেপাল থেকে বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা
এদিন পুলিশ সুপার সুমিত কুমার জানান, ‘সাধারণ মানুষের মধ্যে এই টেস্ট নিয়ে একটা আতঙ্ক আছে। সে ব্যাপারে সরকারি নির্দেশ অনুযায়ী আমাদের যারা সামনে থেকে কাজ করছে তাদের আজ টেস্ট করা হচ্ছে। এতে আতঙ্কও থাকবে না। আর এই টেস্ট যে পুরোপুরি নিরাপদ তাও স্পষ্ট হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584