লালারস পরীক্ষার যন্ত্র স্থাপন রায়গঞ্জ মেডিক্যালে

0
42

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

করোনার জেরে এবার থেকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লালারস পরীক্ষা চালু করতে উদ্যোগী হল স্বাস্থ্য দফতর। রবিবার রায়গঞ্জ মেডিক্যালে এই পরীক্ষার জন্য ব্যবহৃত যন্ত্র স্থাপনের কাজ শুরু হল। জানা যাচ্ছে, বিশেষ কিট ও পদ্ধতিতে আরটিপিসিয়ার অর্থাৎ লালারস পরীক্ষার ব্যবস্থা করা হবে রায়গঞ্জ মেডিক্যালে

Raiganj medical | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে লালারসের স্ক্রিনিং টেস্টের জন্য ব্যবস্থা করা হচ্ছে। তবে এখানে যদি রিপোর্ট কারো পজিটিভ আসে তাহলে পুনরায় নিশ্চিত হবার জন্য ফের মালদহ কিংবা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে লালারসের নমুনা পাঠানো হবে। যন্ত্র স্থাপনের কাজ চলছে।

আরও পড়ুনঃ গোয়ালপোখরে লালারসের নমুনা সংগ্রহের কাজ শুরু

আশা করছি রবিবার বিকেল বা আগামীকালের মধ্যেই কাজ শুরু করা যাবে।’ তবে বিষয়টি যদি সংশ্লিষ্ট চিকিৎসক মনে করেন, তবেই কোনো রোগীর ক্ষেত্রে এই সোয়াব টেস্টের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here