নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
নিজেদের মধ্যে পারস্পরিক বচসা থেকে পঞ্চায়েত সমিতির স্থায়ী শৌচালয়ের সামনে রাতারাতি অবৈধ ভাবে শৌচালয় নির্মাণের অভিযোগ উঠল স্থানীয় একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে।পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার তুতুরাঙ্গা ১২ নং অঞ্চলের ঠাকুরচক এলাকার ঘটনা।অভিযোগ গত দু বছর আগে নারায়ণগড় পঞ্চায়েত সমিতির আর্থিক সহায়তায় ঠাকুরচক বাসস্ট্যান্ডের দীঘা গামী বিশ্রামাগারের কাছে একটি শৌচাগার নির্মিত হয় কিন্তু আর্থিক অভাবের কারণে জলের ট্যাংক নির্মান করা সম্ভব হয়নি।
ফলে সেই নবনির্মিত শৌচালয় টি সাধারণ মানুষের জন্য চালু করতে পারা যায় নি।বর্তমানে সম্পূর্ণভাবে ডিসেম্বর মাসে তা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ঠাকুরচক এলাকাবাসী এবং সেই মতো বাজার কমিটির অধিবেশনে তা সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু সপ্তাহ খানেক আগে স্থানীয় একটি ক্লাবের সদস্য এবং দুষ্কৃতীরা ওই শৌচালয়ের সামনে অবৈধ শৌচালয় রাতারাতি নির্মাণ করে আর্থিক আনুকূল্যে নির্মিত শৌচালয় টি দখল নেয়।পাশাপাশি ঠাকুরচক বাজারকমিটি তাদের এই অবৈধ নির্মাণ বন্ধ করতে বললে সাময়িক কাজ বন্ধ রাখে ক্লাবের সদস্যরা।
তারপরই রাতের অন্ধকারে পিডব্লিউডি এর জায়গার উপর ওই নতুন অবৈধ শৌচালয়ের নির্মাণ করেছে বলে থানায় লিখিত অভিযোগ করেন কয়েকজন গ্রামবাসী সহ বাজারকমিটিএবং ওই অবৈধ নির্মাণ বন্ধ করার আর্জি জানান প্রশাসনের কাছে।
আরও পড়ুনঃ মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584