মনিরুল হক, কোচবিহারঃ
জাতির জনক মহাত্মা গান্ধীর আজ ১৪৯ তম জন্ম জয়ন্তী।এদিন কোচবিহারে মর্যাদার সঙ্গে গান্ধীজীর জন্ম জয়ন্তী পালন করা হয়। কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ জেলা শাসকের দফতর এবং সাগরদিঘির পূব পাশে অবস্থিত গান্ধীজীর মূর্তিতে মাল্যদান করেন অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ ভট্টাচার্য।
তিনি বলেন,“ভারতের স্বাধীনতা আন্দোলনে ও জাতি গঠনে তার ভূমিকা অবিস্মরণীয়। ভারতের ইতিহাসের সঙ্গে তিনি অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে থাকবেন। সারা বিশ্ব তাকে আজকের দিনে বিশেষ ভাবে স্মরণ করে।”
এদিন কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকেও সাগরদিঘির পূব পাশে থাকা গান্ধীজীর মূর্তিতে মাল্যদান করা হয়। বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা সহ অন্যান্য নেতা কর্মীরা মাল্যদানের মাধ্যমে গান্ধীজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে ২০১৯ সালে গান্ধীজীর সার্ধ শততম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে জেলা বিজেপির পক্ষ থেকে এদিন থেকে বছরভর সাফাই অভিযানের সূচনা করা হয়।আজ কোচবিহারের জেলা আদালতের সামনে থেকে এই স্বচ্ছতা অভিযান শুরু করে বিজেপি নেতা কর্মীরা।এছাড়া জেলার বিভিন্ন সরকারি অফিসের সামনেও স্বচ্ছতা অভিযান চালায় বিজেপি কর্মীরা।
বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, “আজকে আমরা দুই মহান ব্যক্তি গান্ধীজী ও ভারতের প্রাক্তন প্রধান মন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন এই স্বচ্ছতার কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করছি। আজকে তার সূচনা হল।সারা বছর ধরে এই স্বচ্ছতা অভিযান চলবে।”
আরও পড়ুনঃ স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে হাসপাতাল পরিস্কার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584