যুব তৃণমূল আয়োজিত কর্মী সভায় বিজেপিকে স্বরাজের কটাক্ষ

0
24

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

বিজেপির ঔদ্ধত্যের জন্যই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে– রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী অঞ্চলে যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় মন্তব্য করলেন দলের ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া।

swaraj arrogance to bjp on tmc workshop | newsfront.co
উপস্থিত দর্শক ও শ্রোতা মন্ডলী। নিজস্ব চিত্র

কালিয়াগঞ্জ, খড়্গপুর, করিমপুর- তিনটির মধ্যে তিনটিতেই পদ্মকে পিছনে ফেলে ঘাসফুলের জয়ের নেপথ্যে বিজেপির ঔদ্ধত্যের পাশাপাশি এনআরসি অন্যতম বড় কারণ বলে মনে করেন স্বরাজ খাঁড়া। তিনি বলেন, “বিজেপির ঔদ্ধত্য আর অহঙ্কার মানুষ ভালোভাবে নেয়নি।

swaraj arrogance to bjp on tmc workshop | newsfront.co
স্বরাজ খাঁড়া। নিজস্ব চিত্র

রাজনীতির সঙ্গে একে মারব, ওকে মারব, ওকে পেটাব বললে মানুষ তাদের পছন্দ করে না। তাই মানুষ বলছে, তিনে তিন, মানে বিজেপি বিদায় নিন।”

লোকসভায় এ রাজ্যে ১৮টি আসন জিতে বিজেপির ঔদ্ধত্য মাত্রা বেড়েছে বলে স্বরাজের দাবি। তাঁর কথায়, “কয়েকটা আসন জিতে যা ইচ্ছে, তাই করছে। যাকে খুশি জেলে ঢুকিয়ে দিচ্ছে, জোর করে রাজ্য দখল করে নিচ্ছে। এত ঔদ্ধত্য ওদের!”

আরও পড়ুনঃ সাভারকর লিখিত বইয়ে ‘ধর্ষণ’ রাজনৈতিক হাতিয়ার হিসাবে উল্লিখিত

এনআরসি আতঙ্কে মানুষ যে তৃণমূলের দিকে ঘুরে এসেছে, তার ইঙ্গিত দিয়ে স্বরাজ বলেন, “দেশের মানুষের ভোটে জিতেই আসেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিধায়ক, সাংসদরা।

তা সত্বেও দেশের স্বাধীনতার ৭০ বছর পরেও কেউ যদি এসে বলে আবার আপনাকে নতুন করে দেশের নাগরিকত্ব নিতে হবে, তা হলে কীভাবে হবে? এতদিন ধরে নির্বাচিত সরকার তৈরি করেছে যে মানুষ, এনআরসি করে তাদের তাড়িয়ে দেওয়ার ভয় দেখালে এমনই হয়।”

এনআরসি কাঁটার সঙ্গে বিজেপি ধসের পিছনে আরও অনেক কারণকে দায়ী করেছেন তৃণমূল নেতৃত্ব। স্বরাজের মতে, “দেশে বেকারত্ব বাড়ছে। কাজ হারিয়ে মানুষ চলে আসছে।

সবাইকে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। রেল, ব্যাঙ্ক, এয়ার ইণ্ডিয়া, বিএসএনএল, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, বেঙ্গল কেমিক্যাল- সবাই গায়ের জোরে বন্ধ করে দিচ্ছে। ব্যাঙ্কে টাকা পাচ্ছেন না মানুষ। ধর্মের ভিত্তিতে বিজেপি দেশ, রাজ্য ভাগ করার চেষ্টাও করছে বলে অভিযোগ।”

এ দিন উপস্থিত ছিলেন সভার সভাপতি তথা অঞ্চল যুব তৃণমূল সভাপতি নিধুরাম গিরি, জেলা পরিষদের সদস্য উত্তম বারিক, এগরা-২ ব্লক যুব তৃণমূল সভাপতি রাজকুমার দুয়ারী ও যুব তৃণমূল সম্পাদক মির্জা নাসের হোসেন বেগ, এগরা-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্রীপতি প্রধান, মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি, উপ-প্রধান প্রকাশ রায়চৌধুরী, ব্লকের কর্মাধ্যক্ষ শ্রাবন্তী দাস, জুমকি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান উদয়শংকর সর, শেখ আইজাদ হোসেন, শেখ সুরজ আলি, চন্দ্রশেখর রায়, স্বপন কুমার পাত্র প্রমুখ। এ দিনের সভায় কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকরা হাজির ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here