সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় ৪৪৫ নম্বর স্থানে সীমান্ত এলাকার ছাত্র স্বরূপ সরকার

0
296

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

আর্থিক অনটন সহ সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে এবার সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় ৪৪৫ নম্বর স্থান পেল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার ছাত্র স্বরূপ সরকার। ছোট থেকেই আনন্দ মার্গ প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা। এরপর দু’বছর সাগরপাড়া হাইস্কুল ও বহরমপুর নবোদয়ে পড়াশোনা। ছোট থেকেই ছিল মেধাবী, বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তাঁর। মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর সরকারি স্কলারশিপ পায় স্বরূপ।

Congratualation
সম্বর্ধনা। নিজস্ব চিত্র

তারপর মহারাষ্টের পুনে জওহর নবোদয়ে ভর্তি হয় সে। জলঙ্গির সাগরপাড়ার নিলম্বর পাড়ায় ছোট থেকে বড় হওয়া, সেখানেই অভাব অনটনের মধ্যে দিয়ে বেড়ে ওঠে মেধাবী এই ছাত্র। তাঁর সাফল্যে বাবা, মা, দাদা ছাড়াও স্কুলের শিক্ষিকদের অবদান অপরিসীম, দিনে ১০ থেকে ১১ ঘণ্টা পড়াশোনা করত সে বলে জানিয়েছে স্বরূপ।

Swarup Sarkar
স্বরূপ সরকার। নিজস্ব চিত্র

এবার নিট পরীক্ষায় ৬৯০ নম্বর পেয়েছে সে, আগামী দিনে কার্ডিয়াক সার্জেন হতে চায় স্বরূপ। সারা বছর কৃষিকাজ ও ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালান বাবা, মা গৃহবধূ, দাদা পড়াশোনা করছে। বাবার স্বপ্ন ছেলে ডাক্তার হয়ে গরীব মানুষের সেবা করুক। ছেলের সাফল্যে তাই চোখে খুশির জল বাবার। স্বরূপের কৃতিত্বে উচ্ছ্বসিত তার মাও। ছাত্রের এই সাফল্যে খুশি তার প্রথম স্কুল আনন্দ মার্গ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। এদিন এই কৃতী ছাত্রকে সংবর্ধনা দেওয়া হল আজ।

আরও পড়ুনঃ স্কুল খুললেও হাজিরা বাধ্যতামূলক নয়, বাবা-মা চাইলে পাঠাবেন, জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here