শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করেন সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী

0
89

কবির হোসেন, ওয়েব ডেস্কঃ

সুইডেনের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন আর কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। বুধবার সুইডেনে ম্যাগডালেনা অ্যান্ডারসন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কিন্তু জোটের শরিক দল হঠাৎ করে সরকার থেকে সরে দাঁড়ালেন বাজেট প্রস্তাব পাস না করি পদত্যাগ করেন। সোশ্যাল ডেমোক্র্যাট দলের এই নেতা বলেন।

magdalena andersson sweden

সংবিধানের নিয়ম অনুযায়ী, কোনো একটি দল জট ছেড়ে বেরিয়ে গেলে জোট সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়ার সাংবিধানিক রীতি। এই বিষয়ে প্রধানমন্ত্রী ম্যাগডালেনা বলেন, আমি এমন একটি সরকারের অংশ হতে চাই না যার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ৫৪ বছর এই বয়সী সুইডিশ প্রধানমন্ত্রী। সুইডিশ সংসদে নিয়ম অনুযায়ী সিংহভাগ ভোট বিপক্ষে না দিলে তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য।

সুইডিশ সংসদের ৩৪৯ জন সদস্যের মধ্যে ১৭৪ জন প্রধানমন্ত্রী অ্যান্ডারসনের বিপক্ষে এবং সাত ১১৭ জন পক্ষে ও ৫৭ জন ভোট দান থেকে বিরত থাকার ফলে এক ভোটে বিজয়ী হন। কিন্তু বাজেট পেশ হওয়ার পূর্বে তার শরিক দল সমর্থন প্রত্যাহার করে নিলে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন।

প্রাক্তন জুনিয়ার সাঁতার চ্যাম্পিয়ন আন্ডার্সনের রাজনৈতিক পথ চলা শুরু করেন ১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী গোরান পেরসনের উপদেষ্টা হিসাবে কাজ করেন। গত সাত বছর তিনি সুইডেনের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুনঃ কাশ্মীরের মানবাধিকার কর্মী খুররম পারভেজের গ্রেপ্তারিতে ক্ষোভ এবার আন্তর্জাতিক মহলে

বুধবার দলের সংসদ সদস্যরা আন্ডারসনকে সমর্থন দেওয়ার আগে পর্যন্ত সুইডেন ছিল একমাত্র দেশ তাদের কোন মহিলা প্রধানমন্ত্রী ছিল না। তবে বুধবার সকালে সুইডেনে ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও একই দিনে তিনি তার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here