নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রায়গঞ্জে মিষ্টির দোকান খুলছেন মালিকরা। কিন্তু লাভের থেকে লোকসান হচ্ছে বেশি। ফলে ক্ষতির মুখে পড়ছেন মিষ্টি বিক্রেতারা। লোকসানের কারন হিসেবে উঠে আসছে অনেকগুলি বিষয়। লকডাউনের জেরে ছানার অভাব দেখা দিয়েছে। পাশাপাশি ক্রেতার সংখ্যাও কম রয়েছে। করোনা সংক্রমণের ভয়ে ঘরবন্দি মানুষ।
রায়গঞ্জের মিষ্টির দোকানদাররা জানান, ‘দোকান খোলা রাখলে লাভের চেয়ে লোকসান হচ্ছে বেশি। প্রথম পর্যায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, ৪ ঘণ্টা করে মিষ্টির দোকান খোলা রাখা যাবে । এতে সমস্যায় পড়েছিলেন মিষ্টি ব্যবসায়ীরা ।
আরও পড়ুনঃ কন্টেইনমেন্ট এলাকাগুলির নজরদারিতে ড্রোনের সাহায্য নিচ্ছে রায়গঞ্জ পুলিশ
পরে মুখ্যমন্ত্রী নতুন করে আবার ঘোষণা করেন, সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে।কিন্তু মিষ্টি অত্যাবশ্যকীয় পণ্যও নয়। এখন নেই কোন পুজোপার্বণও। কোনও অনুষ্ঠানও নেই। কারণ এই পরিস্থিতিতে সরকারের তরফে জমায়েত করে অনুষ্ঠান করার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে সমস্যায় পড়েছি আমরা।’ তিনি আরো জানান, ‘এখন দুধ ও ছানার পর্যাপ্ত জোগান নেই । ফলে লাভ হচ্ছে না আমাদের।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584