সরকারের নির্দেশে দিনে চার ঘন্টা করে খোলা থাকবে মিষ্টির দোকান

0
113

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

মুখ্যমন্ত্রীর নির্দেশে গত মঙ্গলবার থেকে চার ঘন্টার জন্য খুলে গেল মিষ্টির দোকান। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলার মিষ্টি ব্যবসায়ীরাও মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে বেশ খুশি।

sweet shop | newsfront.co
নিজস্ব চিত্র

তবে তাদের একটাই আপশোষ এ’ কদিনের লোকশান কি এই চার ঘন্টা খোলা রেখে পোশানো যাবে।যদিও সব মিষ্টান্ন বিক্রেতার বক্তব্য শুরুটা তো হলো, লাভ লোকশান পরের ব্যাপার। তবে সেদিক দিয়ে দেখলে মিষ্টি প্রেমীরা কিন্তু দীর্ঘ দিন পর আবারও মিষ্টি খেতে দোকান গুলিতে ভিড় জমিয়েছে।

sweets | newsfront.co
খুলল মিষ্টির দোকান। নিজস্ব চিত্র

যদিও এই মুহুর্তে কোন বিবাহের মরসুম চলছে না। তবে আজ বাসন্তী পূজো ও অন্নপুর্না পূজো রয়েছে। এছাড়াও আগামী কাল রয়েছে রামনবমী।  সেদিক দিয়ে দেখলে পূজো সংস্কারে মানসিকতার বাঙালীরা এ’ কদিন পর তাদের পূজোতে মিষ্টান্ন ভোগ নিবেদন করতে পারবেন জেনে, ভাল লাগছে।

আরও পড়ুনঃ করোনার জের, সাদামাটা ভাবে কাটলো বাসন্তী পূজোর অষ্টমী

যদিও এদিন মিষ্টান্ন বিক্রেতা বিদুৎ দাম জানিয়েছেন, দেশে এই পরিস্থিতিতে যোগানের পরিমান কম থাকলেও, তিনি এই মুহুর্তে মিষ্টির দাম বৃদ্ধি করে মানুষকে আরও অসুবিধের মধ্যে ফেলতে রাজি নন।

অন্যদিকে দীর্ঘ দিন পর ফের মিষ্টি খেতে পেয়ে বেশ খুশি মিষ্টিপ্রেমীরা।উল্লেখ্য, লকডাউন চলাকালীন মিষ্টির দোকান বন্ধ থাকার দরুন দুগ্ধ ব্যবসায়ীরা যথেষ্ট ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। প্রতিদিন বেশ কিছু দুধ নষ্ট করে ফেলতে হয়েছে রাজ্যের দুগ্ধ বিক্রেতাদের।

সেদিকে লক্ষ রেখেই রাজ্যের এই বিরাট ক্ষতি যাতে আর না হয়। সেজন্যই মুখ্যমন্ত্রী মিষ্টির দোকানগুলি দিনে চার ঘন্টা খুলে রাখার সিদ্ধান্ত গ্রহন করেন। যার ফলে উপকৃত হবেন রাজ্যের দুধ বিক্রেতারা থেকে আমজনতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here