লকডাউনের জেরে কলকাতায় প্রথম বন্ধ হল পাঁচতারা হোটেল

0
189

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। দীর্ঘদিন লকডাউন চলায় দুর্বল হয়ে পড়েছে অর্থনীতি। তাই লকডাউনের জেরে একপ্রকার বাধ্য হয়েই সাময়িক ভাবে কলকাতায় প্রথম পাঁচতারা হোটেল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। হোটেলের নির্মাতা সংস্থা অম্বুজা নেওটিয়ার সঙ্গে পরিচালক সংস্থা অ্যাকরের চুক্তির মেয়াদ ফুরানোয় এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

fivestar hotel | newsfront.co
ফাইল চিত্র

দমদম বিমানবন্দরের সব থেকে কাছে অবস্থিত এই পাঁচতারা হোটেলটির নাম সুইসোটেল। নিউটাউনে সিটি সেন্টার ২-এর পাশে সুইসোটেলের ভবনটির নির্মাতা অম্বুজা-নেওটিয়া গোষ্ঠী। তবে হোটেলটি চালাত ফরাসি গোষ্ঠী অ্যাকর। প্রায় ১০ বছর ধরে দুই সংস্থা চুক্তি ভিত্তিতে চালাচ্ছিল হোটেলটি।

আরও পড়ুনঃ ৭,২২০ কোটি টাকার কারচুপির অভিযোগ, বিদেশি মুদ্রা আইনে কলকাতা সংস্থাকে নোটিশ ইডির

হোটেল বন্ধ হওয়ায় কাজ হারালেন ২৫০ জন কর্মী। তাঁদের মাসিক কিছু ভাতার বিনিময়ে আপাতত ছুটিতে পাঠানো হয়েছে বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে অম্বুজা-নেওটিয়া গোষ্ঠীর কর্ণধার হর্ষ নেওটিয়া জানিয়েছেন, সুইসোটেলের ৮০ শতাংশ অতিথিই বিমানে করে কলকাতা আসতেন। এদের মধ্যে অধিকাংশই বিদেশি। আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকায় হোটেল চালানো মুশকিল হয়ে পড়েছিল।

আরও পড়ুনঃ তিন বছরের বদলে এবার থেকে এমসিএ কোর্স হবে ২ বছরে

পাশাপাশি হর্ষ নেওটিয়া আরও জানিয়েছেন যে, “গত ৩০ জুন অ্যাকরের সঙ্গে আমাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তাই হোটেলটি সাময়িক ভাবে বন্ধ রাখা হল। আমরা অ্যাকরের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করব নাকি নতুন কোনও গোষ্ঠীর সঙ্গে চুক্তি করব, তা ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here