বিদ্যুৎ অফিসের সামনে সিআইটিইউ-র প্রতীকী অনশন কর্মসূচী

0
97

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্ক মেন্স ইউনিয়ন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প কর্মী ইউনিয়ন মুর্শিদাবাদ জেলা কমিটি যৌথ উদ্যোগে শুক্রবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রতীকী অনশন ও অবস্থান বিক্ষোভ শামিল হলো। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্পকর্মী সহায়ক ইউনিয়ন সি আই টি ইউ অনুমোদিত মুর্শিদাবাদ জেলা কমিটির কর্মী ইউনিয়ন পক্ষ থেকে বহরমপুর প্রশাসনিক ভবন এই জেলাতে ৩৪ টি সাবস্টেশন ও ৩৫ টি সাপ্লাই জেলার সমস্ত প্রান্ত থেকে ২৫০ জন সদস্য বৃন্দ টি সি এল সমস্ত কর্মী সহায়করায় এই অনশন অবস্থান বিক্ষোভে করেন আজকে তাদের দাবি সম্মুখে তুলে ধরে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান।

situ hanger strike 2
সিআইটিইউ-র অবস্থান ও প্রতীকী অনশন কর্মসূচী। নিজস্ব চিত্র

যৌথ দরকষাকষির মাধ্যমে ১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন ভাতা সহ পে কমিশন গঠন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সম কাজে সম বেতন তৎসাপেক্ষ ন্যূনতম ১৮ হাজার টাকা বেতন প্রদান সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এই অনশনে উপস্থিত ছিলেন সুধীর কুমার ধর (কেন্দ্র সম্পাদক জেলা বিদ্যুৎসেক্রেটারি)। ফাল্গুনী দাস,(জেলা বিদ্যুৎ ওয়ার্কার ইরানের সম্পাদক)।

আরও পড়ুনঃ সাধারণ ধর্মঘট সফল করার আহ্বানে সিআইটিইউ সমর্থকদের মিছিল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here