গান্ধী জয়ন্তীতে প্রতীকী অনশন করে অহিংসা সম্প্রীতির বার্তা তৃণমূলের

0
75

শ্যামল রায়,কালনাঃ

মঙ্গলবার ছিল জাতির জনক মহত্মা গান্ধীর ১৫০তম জন্মদিবস। এই জন্মদিবসে কালনা ২ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সিঙ্গারকোন গান্ধীজীর মূর্তির পাদদেশে প্রতীকী অনশন শুরু করেছে তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা।এই রকম এক অভিনব কর্মসূচিতে একাধিক কর্মী নেতারা অনশনে অংশগ্রহণ করেছেন। তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায় জানিয়েছেন যে গান্ধীজীর জন্ম জয়ন্তীতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও অহিংসার বার্তা দিতেই আমরা এই ধরনের অভিনব উদ্যোগ গ্রহণ করেছি।
এদিন গান্ধীজীর মূর্তি পাদদেশ থেকে এলাকার মানুষের জন্য অহিংসার বাণী প্রচার এর মধ্যে দিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।জাতির জনক মহাত্মা গান্ধী ছিলেন অহিংসার বার্তার প্রবর্তক।
বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সারাদেশ জুড়ে একটা বিভেদকামী দল মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চক্রান্ত শুরু করে দিয়েছে।এই চক্রান্তের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর বাণী ও হিংসার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ধরনের উদ্যোগ গ্রহণ জানিয়ে দিয়েছেন তৃনমূলের নেতৃত্ব।
এছাড়াও এদিন কালনা কাটোয়া মহকুমা জুড়ে মহাত্মা গান্ধীর জন্ম দিবস পালিত হয়। কালনা শহরে ও মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং কংগ্রেসের নেতৃত্ব বর্গ।
এছাড়াও পূর্বস্থলী কংগ্রেসের তরফ থেকেও মহাত্মা গান্ধীর জন্ম দিবসে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়।কাটোয়া তে মহাত্মা গান্ধীর জন্ম দিবসে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানান স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এছাড়াও মঙ্গলকোট কেতুগ্রামেও মহাত্মা গান্ধী জন্ম দিবসে শ্রদ্ধা জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কংগ্রেসের নেতৃত্ববর্গ।মঙ্গলকোট কংগ্রেসের তরফ থেকে মহাত্মা গান্ধীর জন্ম দিবসে শ্রদ্ধার্ঘ্য জানান জগদীশ দত্ত  সহ অনেকে।

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জের পাঁচ অভিযাত্রীর লামখাগা পর্বতশৃঙ্গ জয়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here