নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
প্রতীকী আন্দোলনে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থান ও প্রতীকী আন্দোলনে বসলেন শিক্ষকরা।
রাজ্য ‘সরকার দাম্ভিকতা প্রদর্শণে অবিচল। জাতি গড়ার কারিগরদের জীবিকার মানোন্নয়নে সর্বভারতীয় সাম্মানিক প্রদানে নিস্পৃহ, নির্দয়’ অভিযোগ তুলে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থান ও প্রতীকী অনশনে বসলেন শিক্ষকরা। সোমবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে এই প্রতীকী অনশনে ১৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন। একই সঙ্গে প্রায় ১৫০ জন শিক্ষক এই আন্দোলনকে সমর্থণ করে অবস্থানে বসেছেন।
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির, বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে সংসদ সচিবকে ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। ঐ স্মারকলিপিতে কেন্দ্রীয় হারে মহার্ঘ্যভাতা চালু, গ্যাচুইটির উর্দ্ধসীমা ২০ লক্ষ টাকা করা, পেনশান কমিউটেশনের মেয়াদ ১৫ বছরের পরিবর্তে ১০ বছর করার দাবী জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584