নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যে বন্ধ হয়ে থাকা কর্মসংস্থান ও শিল্পায়ন পুনরায় গড়ে তোলার লক্ষ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, রাজ্যজুড়ে প্রতীকী শিলান্যাস কর্মসূচি গ্রহণ করেছেন। তাই পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে যেসব প্রস্তাবিত জমিতে শিল্প হওয়ার কথা ছিল সেই সব জায়গায় রবিবার প্রতীকী শিলান্যাস করে আগামী দিনে শিল্পায়নের ডাক দিল ডিওয়াইএফআই।
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার জিন্দাল কারখানার সামনে দাসপুর, খড়্গপুর এবং গোয়ালতোড় থেকে ডিওয়াইএফআইয়ের সদস্যরা বাইক র্যালি করে জমায়েত হয়ে পুনরায় শিলান্যাস করলেন রাজ্য ডিওয়াইএফআইয়ের সভানেত্রী মীনাক্ষী মুখার্জি। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম নেতা তাপস সিনহা, অভয় মুখার্জি, সুমিত অধিকারী সহ একাধিক ডিওয়াইএফআই সংগঠনের সদস্য বৃন্দ।
এইদিন জিন্দালদের কারখানার গেটের সামনে শিলান্যাস করে সুন্দরা ফুটবল ময়দানে সমাবেশে করে ওই সংগঠন। ওই সভায় বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জি। তৃণমূল কংগ্রেস ও বিজেপি কে নিশানা করেন ডিওয়াইএফআই সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি। পাশাপাশি মুকুল রায়,শুভেন্দু অধিকারী,ভারতী ঘোষ, অর্জুন সিং কে কটাক্ষ করেন মীনাক্ষী।
এদিন তিনি বলেন, “এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের ডাক দিয়েছিলেন, এরা কোন নাম খুঁজে পাচ্ছেন না তাই নাম দিয়েছে পরিবর্তনের পরিবর্তন রথ। আমরা জানি রথ মানে নতুন গাড়ি, কিন্তু তা নয়, গাড়ি থাকবে পুরাতন, স্টিয়ারিং থাকবে পুরাতন, সিট থাকবে পুরাতন, লোক থাকবে একই অর্থাৎ শুভেন্দু অধিকারি এবং অন্যান্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান কারীরা।”
একজোটে এভাবেই কটাক্ষ করলেন মীনাক্ষী মুখার্জি, পাশাপাশি ভারতী ঘোষের সম্বন্ধে তিনি বলেন,”একসময় যিনি বলতেন জঙ্গলমহলের মায়ের হাত রয়েছে আমার মাথার উপর। এখন তিনি বলছেন আমি বুঝতে পারিনি ওটা আমার ডাইনি মা ছিল, সে তো আমার রক্ত চুষে খাচ্ছিল।”
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বাইক মিছিল
পাশাপাশি তিনি আরো বলেন একসময় তৃণমূলের গাড়ি চালানোর জন্য পেট্রোল যোগান দিতেন ভারতী ঘোষ, এখন বিজেপির রথ চালনা করার জন্য পেট্রোল জোগান দিচ্ছেন। অন্যদিকে আগামী ১১ ই ফেব্রুয়ারি নবান্ন অভিযান এর ডাক দিয়েছে বাম সংগঠনগুলি, সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন মীনাক্ষী মুখার্জি।
কার্যত এক কথায় বলা যেতে পারে বিধানসভার ভোট যত এগিয়ে আসছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলির পাশাপাশি বাম সংগঠনের নেতৃত্বরাও মাথাচাড়া দিয়ে উঠেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584